>ব্যাটিংয়ের ধরন নিয়ে কড়া সমালোচনার মধ্যে ছিলেন তামিম ইকবাল। কিন্তু বড় রান পাবেন, এই আস্থা ছিল নিজের ওপর
২০-৩০ রান পাচ্ছিলেন। সেটাও আবার মন্থর গতিতে। কিন্তু সেখান থেকে সেঞ্চুরি পাচ্ছিলেন না। সঙ্গে স্ট্রাইক রেটের সমালোচনা তো আছেই। এই সময়টায় তামিমের পাশে ছিল টিম ম্যানেজমেন্ট। নিজের দিনে তামিম কী করতে পারেন, সেটি কার না জানা! তামিমও জানতেন, বড় রান থেকে খুব বেশি দূরে তিনি নেই।
কাল জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৩৬ বলে তামিম খেলেন ১৫৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নিজের গড়া ১৫৪ রানের রেকর্ড গড়েন ব্যক্তিগত সর্বোচ্চের নতুন রেকর্ড। ম্যাচ শেষে তামিম বলছিলেন, ‘টিম ম্যানেজমেন্টকে বড় কৃতিত্ব দিতে হবে, কারণ তাঁরা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। টেস্টে এবং নেটে আমি ভালো ব্যাট করছিলাম। আমি জানতাম বড় কিছু আসছে।’
তামিমের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ তুলেছে ৩২২ রান। শেষ পর্যন্ত জিতেছে ৪ রানে। বড় স্কোরের ভিত গড়ে দিলেও কৃতিত্বটা একা নিলেন না এই অভিজ্ঞ ওপেনার, ‘বল একটু ওঠা-নামা করেছে। কিন্তু সব মিলিয়ে ব্যাট করার জন্য দারুণ উইকেট। মুশফিক অন্যদিকে খুব ভালো ব্যাট করেছে। লিটন আগের ম্যাচে খুব ভালো ব্যাট করেছে, শান্তকে স্বচ্ছন্দ মনে হয়েছে। সেও বড় কিছু করবে। আমরা ভালো ব্যাট করছি।’