এজবাস্টন টেস্টের প্রথম দিনটা ছিল ঋষভ পন্তের। ভারত ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর অসাধারণ এক সেঞ্চুরি করে দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। ভারতের প্রথম ইনিংসের ৮৪ ওভারের আগপর্যন্ত দ্বিতীয় দিনটি ছিল রবীন্দ্র জাদেজার। বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করে ভারতের অবস্থান আরও দৃঢ় করেছেন এই অলরাউন্ডার।
কিন্তু ভারতের ইনিংসের ৮৪তম ওভারটিতে সবকিছু যেন ওলটপালট করে দিলেন যশপ্রীত বুমরা। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা ভারতীয় ফাস্ট বোলার যেন ব্যাট হাতেও কিছু করে দেখাতে চাইলেন। স্টুয়ার্ট ব্রডের করা ওভারটিতে চারটি চার ও দুটি ছয় মারলেন তিনি। সেই সঙ্গে ওয়াইড ও নো বল মিলিয়ে ওভারে এল ৩৫ রান। যেটা টেস্টে এক ওভারে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড।
৩৫ রানের মধ্যে বুমরা নিজে নিয়েছেন ২৯ রান। টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি ভেঙে ফেলেছেন বুমরা। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ও কেশব মহারাজের যৌথ মালিকানায়। তিনজনই নিয়েছিলেন ২৮ রান করে।
এমন এক রেকর্ড গড়ার পর অনেকেই তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তাঁকে আফ্রিদির ডাকনামের সঙ্গে মিল রেখে বলেছেন ‘বুম বুম বুমরা’। কেউ আবার ২০০৭ বিশ্বকাপে এই ব্রডকেই যুবরাজ সিংয়ের ছয় ছক্কা মারার প্রসঙ্গ টেনে এনেছেন। তবে বুমরা হয়তো সবচেয়ে খুশি হবেন ব্রায়ান লারার প্রশংসা পেয়ে। কিংবদন্তি ব্যাটসম্যান তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ডটি লারা গড়েছিলেন ১৯ বছর আগে। ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। সেই রেকর্ডে ২০১৩ সালে ভাগ বসান জর্জ বেইলি। অ্যান্ডারসনের এক ওভারে ২৮ রান নেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। ২০২০ সালে আরেক ইংলিশ জো রুটের বলে সমান রান নিয়েছিলেন মহারাজ।
তিনজনের যৌথ রেকর্ড কাল বুমরা ভেঙে দেওয়ার পর লারা টুইটারে অভিনন্দন জানিয়েছেন বুমরাকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক টুইটে লিখেছেন, ‘টেস্টের এক ওভারে সর্বোচ্চ রান করার রেকর্ড ভাঙার জন্য তরুণ যশপ্রীত বুমরাকে অভিনন্দন জানাতে আমার সঙ্গে যোগ দিন। দারুন করেছ।’
ব্যাট হাতে রেকর্ড গড়ার পর নিজের আসল কাজটাও ঠিকঠাকভাবে করেছেন বুমরা। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৭ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। এর মধ্যেই ভারতের বোলাররা তাদের ৫ উইকেট তুলে নিয়েছেন। ইংল্যান্ড রান তুলতে পেরেছে ৮৪। ইংল্যান্ডের যে ৫ উইকেট পড়েছে, এর প্রথম ৩টিই নিয়েছেন বুমরা।