>বিপিএলে এবার কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না—এই সিদ্ধান্ত ক্ষুব্ধ ও হতাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারা মনে করে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড অন্তত তাদের একবার জানাতে পারত।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি ছিল চার বছরের। সেটি শেষ হয়েছে গত বছর। এ বছর নতুন চুক্তির আগে বিপিএল গভর্নিং কাউন্সিল বসেছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। জানতে চেয়েছিল বিপিএল ভালোভাবে এগিয়ে নিতে তাদের ভাবনা কী। সবার সঙ্গে বসার পর বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এ বছর বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজিই রাখবে না।
বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, বিসিবির এ সিদ্ধান্ত তারা জেনেছে আজ সংবাদমাধ্যমে। তারা মনে করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একবার অন্তত তাদের জানানো যেত। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক সন্ধ্যায় প্রথম আলোকে বললেন, ‘এটা নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গত বছর বিসিবির সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবুও এবার তারা আমাদের ডেকেছিল। আমাদের যুক্তিগুলো তাদের জানিয়েছিলাম। তারা এমন সিদ্ধান্ত নেবে, জানতাম না। এমন সিদ্ধান্ত তারা নিতেই পারে। তাদের সঙ্গে আমাদের কোনো কিছুর বাধ্যবাধকতা নেই। যেহেতু আমাদের সঙ্গে বসেছিল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের একবার জানালে ভালো হতো।’
সিলেট সিক্সার্সও প্রায় একই কথা বলছে। চুক্তির মেয়াদ যেহেতু শেষ, বিসিবির সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক-নেতিবাচক কোনো মন্তব্য করতে রাজি নন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ, ‘আমাদের এখনো এটা জানানো হয়নি। জানলে আনুষ্ঠানিকভাবে বলতে পারব। আমাদের কারও চুক্তি নেই বিসিবির সঙ্গে। টুর্নামেন্ট যেহেতু বিসিবির, তারা যেটা বলবে সেটা আমরা অনুসরণ করব। তবে ধারণা করেছিলাম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবি আমাদের জানাবে।’
সিলেট অবশ্য অবাক হয়নি বিসিবির এই সিদ্ধান্তে। তারা আঁচ করতে পারছিল নতুন কিছু হতে পারে। এ কারণে খেলোয়াড়দের দলে ভেড়ানোর উদ্যোগ সেভাবে তারা নেয়নি। তবে রংপুর রাইডার্স আঁট ঘাট বেঁধেই নেমেছিল। জানা গেছে, বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে সাকিব আল হাসানকে ঢাকা থেকে নিজেদের দলে ভিড়িয়েছিল। সাকিবের চুক্তির পরই বাধল যত গোল। এখন তো বিসিবি কোনো ফ্র্যাঞ্চাইজি রাখছে না। সে নিয়ম অনুযায়ী সাকিবের সঙ্গে রংপুরের চুক্তিও তাই থাকছে না। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তে তারা ভীষণ ক্ষুব্ধ।
তবে রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে চাইলেন না, ‘বিসিবির সিদ্ধান্ত জেনেছে। এখনই এটা নিয়ে কিছু বলতে চাই না। আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। মাত্রই শুনেছি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নিই, তারপর আপনাদের জানাব।’