আজ বিকেলের বোর্ড সভাটা ভীষণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা দেশের ক্রিকেটের জন্য। এ সভায় আলোচনা হবে কোচিং স্টাফ নিয়ে। আলোচনা হবে নির্বাচক কমিটি নিয়ে। ২০২৩ বিশ্বকাপে ভালো করতে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, আলোচনা হতে পারে সেসব নিয়েও। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করা, আগামী এক বছরে বাংলাদেশ দল ও বাংলাদেশ ‘এ’ দলের সম্ভাব্য দ্বিপক্ষীয় সিরিজ—অনেক কিছুই আলোচনা হওয়ার কথা এ বোর্ড সভায়।
গুরুত্বপূর্ণ অনেক ইস্যু আলোচনা হবে। তবে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কি না, সেটি বলার উপায় নেই। বিশেষ করে বাংলাদেশ দলের প্রধান কোচ কে হচ্ছেন, এ বোর্ড মিটিংয়ে সেটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে দুদিন আগে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানই জানিয়েছেন। তবে নাম জানা যেতে পারে নতুন পেস বোলিং কোচ কিংবা স্পিন বোলিং কোচের। সিদ্ধান্ত হতে পারে নতুন নির্বাচক কমিটি নিয়েও।
বিশ্বকাপের পর শেষ হয়েছে মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের মেয়াদ। মিনহাজুল ও হাবিবুল ২০১১ সাল থেকেই নির্বাচক কমিটিতে। শুরুতে আকরাম খান ও পরে ফারুক আহমেদের অধীনে নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল প্রধান নির্বাচক হন ২০১৬ সালের জুনে। বিসিবি সভাপতি নাজমুল হাসান যদিও বলেছেন, এই কমিটির কাজে তাঁরা সন্তুষ্ট, তবু শোনা যাচ্ছে, আজকের বোর্ড সভায় নির্বাচক কমিটিতে আনা হতে পারে বদল। দুই রকম পরিবর্তনের কথা শোনা গেছে গত কদিনে। যেহেতু নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুলের পারফরম্যান্স খুবই ভালো, মিনহাজুলকে বাদ দিয়ে হাবিবুলকে দেওয়া হতে পারে প্রধান নির্বাচকের দায়িত্ব। তাঁর সঙ্গে যোগ হবেন নতুন দুজন।
অথবা মিনহাজুল-হাবিবুল দুজনকেই বাদ দিয়ে নতুন করে সাজানো হবে নির্বাচক কমিটি। নির্বাচক কমিটির নতুন সদস্য হিসেবে তিনজন আছেন আলোচনায়। একজন জাতীয় দলের সাবেক এক অধিনায়ক। বাকি দুজনের একজন জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার ও আরেকজন জাতীয় দলের সাবেক ওপেনার। এ তিনজনের যোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। এক বোর্ড পরিচালক কাল রাতে যেমন বললেন, ‘নির্বাচক কমিটিতে বদল যদি আসে, সেটি যেন যোগ্যদের দিয়েই হয়। যাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, এ গুরুত্বপূর্ণ প্যানেলে তাদের সুযোগ দেওয়া ঠিক হবে না।’
অবশ্য বোর্ড সভায় বেশির ভাগ আলোচ্যসূচির ব্যাপারে নাকি আগেই সিদ্ধান্ত হয়ে যায়। বেশির ভাগ সময়ই বোর্ড সভা শুধুই আনুষ্ঠানিকতা, যেখানে বেশির ভাগ পরিচালক অংশ নেন শ্রোতা হিসেবে। বিসিবির নির্বাচক কমিটি নিয়েও হয়তো সিদ্ধান্ত হয়ে গেছে। বোর্ড সভায় সেটির ফল ঘোষণা হবে শুধু।