বিসিবির টি–টোয়েন্টিতে চোখ সাকিবের

আর মাত্র ১১ দিন। ২৯ অক্টোবর ‘মুক্ত’ হয়ে যাবেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাবে। সাকিব আবার ফিরবেন মাঠে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান আগেই আভাস দিয়েছেন, মধ্য নভেম্বরে বিসিবির আয়োজনে হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব ও মাশরাফি বিন মুর্তজা। নির্বাচকেরা এ দুজনকে রেখেই দল গঠন করছেন। যুক্তরাষ্ট্র থেকে সাকিবও নিয়মিত খোঁজ রাখছেন টুর্নামেন্টের।

বিসিবির টুর্নামেন্ট দিয়েই ফিরছেন সাকিব।

টুর্নামেন্টে খেলার জন্য মাশরাফি এখনো সেভাবে অনুশীলন শুরু না করলেও যুক্তরাষ্ট্রে সাকিব আছেন অনুশীলনের মধ্যেই। গতকাল তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুকে দেওয়া একটি ছবিও সেটিই বলছে। লাল ইটের বাড়ির সামনে সবুজ ঘাসে ঢাকা লন। সেখানে ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছেন সাকিব। ছবির সঙ্গে সাকিবের স্ত্রী ইংরেজিতে যা লিখেছেন, বাংলায় সেটির অর্থ দাঁড়ায়, ‘...এদিকে চলছে ফিটনেস ধরে রাখার কাজ।’

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ার পর ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব। যাওয়ার আগে অনুশীলন করছিলেন বিকেএসপিতে। কথা ছিল ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। খেলবেন দ্বিতীয় টেস্ট থেকে। কিন্তু কোয়ারেন্টিন শর্ত নিয়ে জটিলতায় সিরিজটাই হয়নি। সাকিবও তাই অনুশীলন বাদ দিয়ে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

উইসকনসিন রাজ্যের মেডিসন শহরে ক্রিকেট অনুশীলনের সুবিধা হয়তো তেমন নেই। তবু কিছু কাজ সাকিব সেখানে ঠিকই চালিয়ে যাচ্ছেন। ফিটনেস নিয়েই কাজটা হচ্ছে বেশি। মেশিনে ঘাস কাটা তার একটি। কাজটা দেখতে যতটা সহজ মনে হয়, আসলে যে ততটা সহজ নয়, কিউরেটর-গ্রাউন্ডসম্যানমাত্রই তা ভালো জানেন। বিসিবির কিউরেটর জাহিদ রেজা বললেন, ‘এ রকম ঘাস কাটার মেশিন ঠেলেও ভালোই ঘাম ঝরানো সম্ভব। কেউ যদি ঘণ্টাখানেক এ ধরনের মেশিন দিয়ে কাজ করে, তাহলে ভালো পরিশ্রম হয়। নিয়ম হলো এ ধরনের মেশিন দিয়ে ঘণ্টাখানেক কাজ করার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া।’

ফিটনেস ট্রেনিং কখনো একটা কাজেই শেষ হয়ে যায় না। তাতে দৌড়-সাঁতারের মতো ছোটাছুটি যেমন থাকে, থাকে বিভিন্ন ধরনের ব্যায়াম, ভার তোলা, পেশির শক্তি বাড়ানোর কাজও। জাতীয় দলের ট্রেনারের দেওয়া সূচি ধরে যুক্তরাষ্ট্রে এই কাজগুলোই করছেন সাকিব। ফিটনেস ঠিক রাখার পাশাপাশি সীমিত সুযোগের মধ্যে করছেন কিছু স্কিল ট্রেনিংও। ব্যাটিং, বোলিংয়ের কিছু ড্রিল, যেগুলো ঘরে বা অল্প জায়গার মধ্যে করা যায়, সেসব করেই সাকিব চেষ্টা করছেন খেলার অভ্যাস ফেরাতে।

সাকিবের অনুশীলনের আপাতত লক্ষ্য বিসিবির পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দিয়ে এক বছর পর মাঠে ফেরার উপলক্ষ পাচ্ছেন। সাকিব তাতে পুরোনো রূপে ফিরতে চাইবেন, সেটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্র থেকে তাই খোঁজখবর রাখছেন এই টুর্নামেন্টের। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘টুর্নামেন্টটা যখন হবে, তত দিনে সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে। যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে সর্বশেষ যখন ফোনে কথা হলো, তখনো সে টুর্নামেন্টের ব্যাপারে খোঁজখবর নিয়েছে।’