বিমান দূর্ঘটনায় শোক ইমরান-আকরাম-শোয়েবদের

করাচিতে দূর্ঘটনায় ভষ্মীভুত হয় উড়োজাহাজটি। ছবি: এএফপি
করাচিতে দূর্ঘটনায় ভষ্মীভুত হয় উড়োজাহাজটি। ছবি: এএফপি

করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে আবাসিক এলাকায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরে শোক নেমে এসেছে পুরো পাকিস্তানে। প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, রমিজ রাজাসহ অনেক সাবেক ক্রিকেটার শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক ইমরান খান এখন দেশটির প্রধানমন্ত্রী। তিনি এরই মধ্যে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের টুইট, 'মাত্রই পিআইএর মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরটা শুনলাম। আমরা যাদের হারিয়েছি আল্লাহ তাদের আত্মার শান্তি দিন। লাহোর থেকে এটা করাচি যাচ্ছিল এবং অবতরণের একটু আগে বিধস্ত হয়েছে।'

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম এই ঘটনাকে 'জাতীয় ট্র্যাজেডি' হিসেবে উল্লেখ করে টুইট করেন, ' এটা একটা জাতীয় ট্র্যাজেডি। আমি কখনোই ভাবিনি যে এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হবো। আমি ও আমার পরিবারের সবাই দোয়া করছি।' সাবেক স্পিনার সাঈদ আজমলের টুইট, ' করাচিতে পিআইএর বিমান দুর্ঘটনায় আমি সত্যি মর্মাহত। বিমানে নিহত হওয়া যাত্রী ও ক্রুদের পরিবারের জন্য আমার সমবেদনা।'

শোয়েব আখতারের টুইট। ছবি: টুইটার

অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ টুইট করেন, ' শোকগ্রস্থ পরিবারের জন্য সমবেদনা।' উড়োজাহাজটিতে ১০০ জনের মতো আরোহী ছিলেন। বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।