বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ৫ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস খেলবে এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। ৮ ফেব্রুয়ারি ফাইনাল। এবারও প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচ শুরু হবে বেলা দুইটায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। সপ্তাহের অন্য দিনগুলোয় প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।
আগের টুর্নামেন্টগুলোর মতো এবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে খেলা হবে। প্রথম ১৪ ম্যাচের পর ১৫ জানুয়ারি থেকে সিলেটে হবে বিপিএলের ৮টি ম্যাচ। ২১ জানুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল। মিরপুরে ৬ ম্যাচ খেলার পর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। সেখানে ৬ দিনে হবে ১০টি ম্যাচ। ১ ফেব্রুয়ারি আবার ঢাকায় ফিরবে বিপিএল, চারটি লিগ ম্যাচের পর শুরু হবে প্লে অফ ও ফাইনাল। ৪ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল। প্রতিটি প্লে অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
তারিখ | ভেন্যু | ডে ম্যাচ | নাইট ম্যাচ |
জানুয়ারি ০৫, ২০১৯ | ঢাকা | রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস | ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ০৬, ২০১৯ | ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ানস বনা্ম সিলেট সিক্সার্স | খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ০৮, ২০১৯ | ঢাকা | ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস | কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ০৯, ২০১৯ | ঢাকা | সিলেট সিক্সার্স বনাম চিটাগং ভাইকিংস | খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ১১, ২০১৯ | ঢাকা | ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স | কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ১২, ২০১৯ | ঢাকা | চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস | ঢাকা ডায়নামাইটস বনাম সিলেট সিক্সার্স |
জানুয়ারি ১৩, ২০১৯ | ঢাকা | রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস | চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
জানুয়ারি ১৫, ২০১৯ | সিলেট | খুলনা টাইটানস বনাম রাজশাহী কিংস | সিলেট সিক্সার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
জানুয়ারি ১৬, ২০১৯ | সিলেট | ঢাকা ডায়নামাইটস বনাম রাজশাহী কিংস | সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ১৮, ২০১৯ | সিলেট | সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস | কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম খুলনা টাইটানস |
জানুয়ারি ১৯, ২০১৯ | সিলেট | সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স | চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস |
জানুয়ারি ২১, ২০১৯ | ঢাকা | কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস | ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস |
জানুয়ারি ২২, ২০১৯ | ঢাকা | খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স | ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস |
জানুয়ারি ২৩, ২০১৯ | ঢাকা | চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস | খুলনা টাইটানস বনাম সিলেট সিক্সার্স |
জানুয়ারি ২৫, ২০১৯ | চট্টগ্রাম | সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস | চিটাগং ভাইকিংস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ২৬, ২০১৯ | চট্টগ্রাম | সিলেট সিক্সার্স বনাম খুলনা টাইটানস | চিটাগং ভাইকিংস বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ২৮, ২০১৯ | চট্টগ্রাম | খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস | ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স |
জানুয়ারি ২৯, ২০১৯ | চট্টগ্রাম | চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস | রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস |
জানুয়ারি ৩০, ২০১৯ | চট্টগ্রাম | চিটাগং ভাইকিংস বনাম ঢাকা ডায়নামাইটস | সিলেট সিক্সার্স বনাম রাজশাহী কিংস |
ফেব্রুয়ারি ০১, ২০১৯ | ঢাকা | ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস | চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স |
ফেব্রুয়ারি ০২, ২০১৯ | ঢাকা | রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস | ঢাকা ডায়নামাইটস বনাম খুলনা টাইটানস |
ফেব্রুয়ারি ০৪, ২০১৯ | ঢাকা | এলিমেনেটর (৩য় বনাম ৪র্থ) | প্রথম কোয়ালিফায়ার (প্রথম বনাম দ্বিতীয়) |
ফেব্রুয়ারি ৬, ২০১৯ | ঢাকা |
| দ্বিতীয় কোয়ালিফায়ার (পরাজিত দল ৪৪ বনাম জয়ী দল ৪৩) |
ফেব্রুয়ারি ৮, ২০১৯ | ঢাকা |
| ফাইনাল |
ফেব্রুয়ারি ৯, ২০১৮ | ঢাকা | ফাইনালের রিজার্ভ দিন |