রোনালদিনিও মনে করেন চ্যাম্পিয়নস লিগ জিতবে লিভারপুল
রোনালদিনিও মনে করেন চ্যাম্পিয়নস লিগ জিতবে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

বার্সেলোনা সমর্থক রোনালদিনিও চান লিভারপুল জিতুক

চ্যাম্পিয়নস লিগ জিতবে কে! ফুটবল দুনিয়ায় এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর মধ্যেই চলছে নানা ভবিষ্যদ্বাণী। রিয়াল মাদ্রিদ যেভাবে ফাইনালে উঠেছে, তাতে অনেকেরই চোখ তাদের দিকে। চ্যাম্পিয়নস লিগে তারা ১৪তম শিরোপাটা জিতবে—এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত তারা। অন্যপক্ষও নিশ্চিত লিভারপুল নিজেদের সপ্তম শিরোপাটি ঘরে তুলবে। তারাও তো দাপটের সঙ্গেই ফাইনালে। ২৮ মে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় এখন গোটা বিশ্ব। সব উত্তর পাওয়া যাবে সেদিনই।

ব্রাজিল, বার্সেলোনা ও এসি মিলানের কিংবদন্তি রোনালদিনিও অপেক্ষায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জমজমাট লড়াইয়ের। তিনি মনে করেন এবারের চ্যাম্পিয়নস লিগ জিতবে লিভারপুল। তবে রিয়াল মাদ্রিদকেও খুবই শক্তিশালী দল মনে করেন রোনালদিনিও।

লিভারপুল এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জায়গা করে নিয়েছে ভিয়ারিয়ালকে হারিয়ে। আর রিয়াল মাদ্রিদ অনেক নাটকের সেমিফাইনালে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের সমর্থক রোনালদিনিও

২০০৬ সালে বার্সেলোনার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ পেয়েছেন রোনালদিনিও। ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুই দলকেই শুভকামনা জানিয়েছেন, ‘দুটি দলই দুর্দান্ত। দুই দলেই দারুণ কিছু খেলোয়াড় আছে। আমি দুই দলকেই শুভকামনা জানাই। রিয়াল মাদ্রিদ দুর্দান্ত দল। সেমিফাইনালে দুর্দান্ত খেলেই তারা ফাইনালে উঠেছে। কিন্তু আমি চাই লিভারপুল জিতুক।’

রোনালদিনিওর প্রশংসা পাচ্ছে রিয়াল মাদ্রিদও

এই জায়গায় রোনালদিনিওর বার্সেলোনা-সত্ত্বা জাগ্রত। এক সময় বার্সায় খেলতেন। রিয়াল তো চিরদিনই বার্সার জাতশত্রু। বার্সায় খেলার কারণেই হয়তো ক্লাবটির প্রতি ভালোবাসা এখনো অটুট। বার্সেলোনাকে সমর্থন করেন মনে-প্রাণেই। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়েও রোনালদিনিওর মধ্যে থাকল বার্সেলোনাই, ‘দেখুন, আমি বার্সেলোনায় খেলেছি। এই ক্লাব আমার খুবই প্রিয়। আমি খুব করেই চাইব, ফাইনালে রিয়াল মাদ্রিদ না জিতুক। লিভারপুল জিতুক।’