>পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজে অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের রঞ্জন মাদুগালে
বাংলাদেশের সিরিজ উপলক্ষেই প্রথম পাকিস্তানে যাচ্ছেন রঞ্জন মাদুগালে। ঘাবড়ে গেলেন? যে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টটাই খেলেছেন করাচিতে, সেটিও সেই ১৯৮২ সালে, ১৯৯৩ সালে ম্যাচ রেফারি হিসেবেও যার অভিষেক পাকিস্তানেই, ২০২০ সালে এসে তিনি কীভাবে ‘প্রথম’ পাকিস্তানে যান!
আসলে শ্রীলঙ্কান এই ম্যাচ রেফারি পাকিস্তানে ‘প্রথম’ যাচ্ছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করতে। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে আইসিসি তাঁকেই দিয়েছে দায়িত্বটা। ৬০ বছর বয়সী মাদুগালে এ পর্যন্ত ১০২ টি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করলেও তার কোনোটিই হয়নি পাকিস্তানের মাটিতে। তবে পাকিস্তানে এর আগে পাঁচটি টেস্ট সিরিজ এবং ২০ ওয়ানডেতে ম্যাচ রেফারি ছিলেন মাদুগালে।
মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন স্থানীয়রাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাঠের আম্পায়ারের দায়িত্ব দিয়েছে দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার শোজাব রাজা এবং ঘরোয়ায় সাবেক ক্রিকেটার আহসান রাজাকে। তৃতীয় আম্পায়ার হিসাবে থাকবেন আহমেদ শাহাব, চতুর্থ আম্পায়ারের ভূমিকায় তারিক রশিদ। পরশু লাহোরে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
পাকিস্তানে সর্বশেষ ২০০৬ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ম্যাচ রেফারি ছিলেন মাদুগালে। ম্যাচ রেফারির ভূমিকা নেওয়ার আগে শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট খেলেছেন তিনি। পাকিস্তানে খেলেছেন ৩ টেস্ট। জাতীয় দলের হয়ে খেলা ৬৩ ওয়ানডের মধ্যে পাকিস্তানে খেলেছেন ৮ ম্যাচ।