বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের স্কোরকার্ড দেখুন এখানে

দ্বিতীয় দিনের শেষ দিকে মাসাকাদজাকে তুলে নেন তাইজুল। ছবি: এএফপি
দ্বিতীয় দিনের শেষ দিকে মাসাকাদজাকে তুলে নেন তাইজুল। ছবি: এএফপি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৫২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ২৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। এই টেস্টের স্কোরকার্ড দেখুন এখানে:

বাংলাদেশ:

টস: বাংলাদেশ          

বাংলাদেশ (প্রথম ইনিংস)

রান

বল

লিটন ক মাভুতা ব জার্ভিস

৩৫

ইমরুল ক চাকাভা ব জার্ভিস

১৬

মুমিনুল ক চারি ব চাতারা

১৬১

২৪৭

১৯

মিঠুন ক টেলর ব তিরিপানো

মুশফিক অপরাজিত

২১৯

৪২১

১৮

তাইজুল ক চাকাভা ব জার্ভিস

১০

মাহমুদউল্লাহ ক চাকাভা ব জার্ভিস

৩৬

১১০

আরিফুল ক চারি ব জার্ভিস

১৮

মিরাজ অপরাজিত

৬৮

১০২

অতিরিক্ত (বা ৯, লেবা ৮, নো ৩, ও ১)           

২১

মোট (১৬০ ওভারে, ৭ উইকেটে, ডিক্লেয়ার)           

৫২২

উইকেট পতন: ১–১৩ (ইমরুল, ৬.৪), ২–১৬ (লিটন, ৮.৫), ৩–২৬ (মিঠুন, ১১.১), ৪–২৯২ (মুমিনুল, ৮৫.৪), ৫–২৯৯ (তাইজুল, ৮৮.৬), ৬–৩৭২(মাহমুদউল্লাহ, ১২১.৩), ৭–৩৭৮ (আরিফুল, ১২৭.১)।

বোলিং: জার্ভিস ২৮–৬–৭১–৫, চাতারা ২২.২–১২–৩৪–১, তিরিপানো ২৪.৪–৬–৬৫–১, রাজা ২২–১–১১১–০, উইলিয়ামস ৩০–৪–৮০–০, মাভুতা ৩১–১–১৩৭–০, মাসাকাদজা ২–০–৭–০।

জিম্বাবুয়ে:

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)

রান

বল

মাসাকাদজা ক মিরাজ ব তাইজুল

১৪

৪৪

চারি ব্যাটিং

১০

৪৮

তিরিপানো ব্যাটিং

১৬

অতিরিক্ত (বা ৯, লেবা ৮, নো ৩, ও ১)           

২১

মোট (১৮ ওভারে, ১ উইকেটে)           

২৫

উইকেট পতন: ১–২০ (মাসাকাদজা, ১৪.১)।

বোলিং: মোস্তাফিজ ৬–৪–১১–০, খালেদ ৫–৩–৬–০, তাইজুল ৫–৩–৫–১, মিরাজ ২–১–২–০।

                                             —দ্বিতীয় দিন শেষে।