মিরপুর টেস্টে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০৩ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। প্রথম দিনের স্কোরকার্ড দেখুন এখানে:
টস: বাংলাদেশ | ||||
বাংলাদেশ (প্রথম ইনিংস) | রান | বল | ৪ | ৬ |
লিটন ক মাভুতা ব জার্ভিস | ৯ | ৩৫ | ০ | ০ |
ইমরুল ক চাকাভা ব জার্ভিস | ০ | ১৬ | ০ | ০ |
মুমিনুল ক চারি ব চাতারা | ১৬১ | ২৪৭ | ১৯ | ০ |
মিঠুন ক টেলর ব তিরিপানো | ০ | ৪ | ০ | ০ |
মুশফিক ব্যাটিং | ১১১ | ২৩১ | ৯ | ০ |
তাইজুল ক চাকাভা ব জার্ভিস | ৪ | ১০ | ০ | ০ |
মাহমুদউল্লাহ ব্যাটিং | ০ | ০ | ০ | ০ |
অতিরিক্ত (বা ৯, লেবা, ৫, নো ৩, ও ১) | ১৮ | |||
মোট (৯০ ওভারে, ৫ উইকেটে) | ৩০৩ | |||
উইকেট পতন: ১–১৩ (ইমরুল, ৬.৪), ২–১৬ (লিটন, ৮.৫), ৩–২৬ (মিঠুন, ১১.১), ৪–২৯২ (মুমিনুল, ৮৫.৪), ৫–২৯৯ (তাইজুল, ৮৮.৬)। | ||||
বোলিং: জার্ভিস ১৯–৫–৪৮–৩, চাতারা ১৮–১০–২৮–১, তিরিপানো ১৫–৩–৩৩–১, রাজা ১২–১–৬৩–০, উইলিয়ামস ৮–০–৩১–০, মাভুতা ১৬–০–৮৯–০, মাসাকাদজা ২–০–৭–০। —প্রথম দিন শেষে। |