>অল্প সময়েই বাংলাদেশ দলের স্পিন বোলিংয়ে পরিবর্তন নিয়ে এসেছেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।
কাজ শুরু করেছেন গত অক্টোবরের শেষের দিকে। এরপর অল্প সময়েই বাংলাদেশি স্পিনারদের বদলে ফেলতে শুরু করেছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলার থেকে পরিনত হয়েছেন সব সংস্করণের বোলারে। লেগ স্পিনার আমিনুল ইসলামের বোলিংয়ে যোগ হয়েছে বৈচিত্র্য। গতির বৈচিত্র্য আরও শাণিত করেছে অফ স্পিনার নাঈম হাসানকেও।
সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে থাকা সব স্পিনারই তরুণ। সবারই ক্যারিয়ারের অনেকটা পথ সামনে পড়ে আছে। ভেট্টোরি চান প্রত্যেকের ক্যারিয়ারে দাগ কেটে যেতে। নিউজিল্যান্ড থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, 'ওদের (বাংলাদেশের স্পিনার) সঙ্গে কাজ করাটাই রোমাঞ্চকর। স্পিনারদের দলটা খুবই ভালো। ওরা প্রত্যেকেই অনেকদিন খেলবে বাংলাদেশের হয়ে। এখন শুরুতে যদি ওদের উন্নতিতে সাহায্য করতে পারি, তাহলে বুঝতে পারবো আমি আমার কাজটা করলাম।'
২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া তাইজুল এতদিন ছিলেন লাল বলের বিশেষজ্ঞ স্পিনার। ভেট্টোরি আসার পর নিয়মিত হয়েছেন সব সংস্করণে। বিসিবির তিন সংস্করণের চুক্তিতেও উঠে এসেছে তাঁর নাম। ভাগ্য বদলের জন্য ভেট্টোরির 'গতির বৈচিত্র্য' তত্ত্বকে ধন্যবাদ জানান তাইজুল। কিন্তু ভেট্টোরি নিজে কোন কৃতিত্ব না নিয়ে উল্টো তাইজুলেরই প্রশংসা করলেন, 'তাইজুল এখন প্রতিদিন একটু একটু করে আরও ভালো বোলারে পরিনত হচ্ছে।'
দীর্ঘদেহী অফ স্পিনার নাঈমের মধ্য ভেট্টোরি অস্ট্রেলীয় স্পিনার নাথায় লায়নের ছায়া দেখতে পান, 'নাঈমের প্রতিভা ব্যতিক্রমী। ও আমাকে অস্ট্রেলিয়ার লায়নের কথা মনে করিয়ে দেয়। ওর অফ স্পিন বোলিং, টপ স্পিন সব কিছুই লায়নকে মনে করিয়ে দেয়।' আরেক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের লড়াই করার মনোভাবও ভেট্টরির খুব পছন্দ, 'মিরাজ তো খুবই লড়াকু! স্পিন দক্ষতা তো আছেই, সঙ্গে ওর অলরাউন্ড সামর্থ্যও আছে।'
লেগ স্পিনার আমিনুলকে টি-টোয়েন্টির জন্য তৈরি করতে অনেক সময় দিয়েছেন ভেট্টোরি। অনুশীলনে আমিনুলের কব্জির অবস্থান, বল ছাড়া নিয়ে কাজ করেছেন। কাঁধে হাত রেখে সাহস দিয়েছেন টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটে সাহসী বোলিং করার। সেই আমিনুলের বোলিংয়েই দিল্লীতে ভারতকে টি-টোয়েন্টি ম্যাচে হারায় বাংলাদেশ। তবে আমিনুলের অনভিজ্ঞতার কথা মনে করিয়ে দিলেন ভেট্টোরি, ' টি-টোয়েন্টি ক্রিকেটে আমিনুল আছে। কিন্তু সে খুব বেশি ক্রিকেট খেলেনি। যত ম্যাচ খেলবে, সে ততই ভালো হবে।'
* ড্যানিয়েল ভেট্টোরির পুরো সাক্ষাৎকারটি পড়ুন আগামীকালের ছাপা সংস্করণে।