এভাবেই বারবার ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা
এভাবেই বারবার ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা

বলছেন মার্ক ওয়াহ

বাংলাদেশের ব্যাটিং ‘তৃতীয় শ্রেণি’র

নিজে ছিলেন দুর্দান্ত ব্যাটসম্যান। তাঁর মতো চোখজুড়ানো ব্যাটিং খুব কম ব্যাটসম্যানই করতে পারতেন। ব্যাটিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই তারকা খারাপ ব্যাটিং দেখলে বিরক্ত হবেন, এটা স্বাভাবিক। সেই খারাপ ব্যাটিং তাঁর নিজের দেশের পক্ষে হোক, বা বিপক্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ব্যাটিংয়ের ভগ্নদশা দেখে যেমন বিরক্ত হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার মার্ক ওয়াহ। ওয়াহ জমজদের ছোটজন বাংলাদেশের ব্যাটিংকে স্রেফ জঘন্য বলেছেন।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মার্ক ওয়াহ

গতকাল ওয়াহর অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ ওভারে মেরেকেটে ৭৩ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাঁচ-পাঁচটা উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের সামলাতেও হিমশিম খেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বোলিং দুর্দান্ত হয়েছে, সন্দেহ নেই। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়া এত ভালো বোলিংও করেনি, যে কারণে রান তোলার জন্য বাংলাদেশকে এভাবে ধুঁকতে হবে। অন্তত মার্ক ওয়াহর বক্তব্য এমনটাই।


মুশফিক-লিটনরা যেভাবে ব্যাট করেছেন, তা কোনোভাবেই আন্তর্জাতিক মানের হতে পারে না বলে মনে করছেন এই কিংবদন্তি। বাংলাদেশের ব্যাটিংয়ের সঙ্গে তৃতীয় শ্রেণির ক্রিকেটের অপেশাদার ব্যাটিংয়ের কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছেন না তিনি।

অ্যাশেজের সবচেয়ে সফল সহোদর—স্টিভ ও মার্ক ওয়াহ

ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াহ বলেছেন, ‘এটি একটি জঘন্য ব্যাটিং পারফরম্যান্স ছিল। আমি জানি অস্ট্রেলিয়া ভালো বল করেছে, কিন্তু তাই বলে বাংলাদেশের ব্যাটিং দেখেও আন্তর্জাতিক মানের মনে হয়নি। বিষয়টি লজ্জাজনক। এমন মানের ব্যাটিং আপনি পার্কের তৃতীয় শ্রেণির ক্রিকেটেও দেখতে পাবেন না। ব্যাটিং থেকে কোনো সাহায্যই পায়নি বাংলাদেশ।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে উন্নতি হবে কি, ১১ ব্যাটসম্যান মিলে করলেন আরও ১১ রান কম। ওপেনার মোহাম্মদ নাঈম, অধিনায়ক মাহমুদউল্লাহ ও শামীম পাটওয়ারিই শুধু দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন, বাকিরা সেটাও পারেননি। বাকিদের স্কোর দেখলে ফোন নম্বরের ডিজিট ভেবে ভুল হওয়াটাই স্বাভাবিক -০, ৫, ১, ০, ০, ৬, ৪, ০।