>বাংলাদেশ দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সাকিব আল হাসান। ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় এ অলরাউন্ডার
বিশ্বকাপে বাংলাদেশ দলকে সেমিফাইনালে দেখার আশা করছেন অনেকেই। তবে শিরোপাজয়ের ব্যাপারে আশাবাদীদের সংখ্যা খুব বেশি হওয়ার কথা নয়। বিশ্বকাপে খেলতে ইংল্যান্ডে উড়াল দেওয়ার আগে মাশরাফি বিন মুর্তজা অবশ্য বলে গেছেন, বাংলাদেশ বিশ্বকাপ জিতলে অঘটন হবে না। অধিনায়কের কথাকে সাকিব আল হাসান যেন আরেকটু উসকে দিলেন। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার সরাসরি বলেছেন, প্রকৃতই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন সাকিব। ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশকে বিশ্বকাপের নকআউটে কিংবা আরেক ধাপ এগিয়ে নিতে পারে বলে মনে করেন সাকিব। বিশ্বকাপে এবার গ্রুপপর্বে প্রতিটি দল একে-অপরের মুখোমুখি হবে।শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘প্রকৃতই এবার আমাদের টুর্নামেন্ট জয়ের সুযোগ আছে বলে মনে করি। তবে অবশ্যই আমাদের ধারাবাহিক পারফর্ম করতে হবে। তা করতে পারলে নকআউট পর্বে উঠতে পারব এবং সেখান থেকে এগিয়ে যাওয়া যাবে। এবার আমরা ভালো করব সে ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ।
সাকিব ব্যক্তিগতভাবে অবশ্যই আশা করেন, বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতবে। তবে এ স্বপ্ন বাস্তবে অনূদিত করতে হলে একসঙ্গে অনেক কিছু কাজ করতে হবে। সাকিব বলেন, ‘বাংলাদেশ শিরোপা জিতবে অবশ্যই সে আশা করি। তবে এ জন্য একসঙ্গে অনেক কিছু কাজ করতে হবে। আইপিএলে আমি বেশি খেলিনি, বিশ্বকাপ প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। অনুশীলনে নিজের পুরোটাই নিংড়ে দিয়েছি।’
কিছুদিন আগে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফেরা সাকিব মনে করেন, এবার বিশ্বকাপে ধারাবাহিকতা ভীষণ জরুরি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভালো করতে যে অভিজ্ঞতা দরকার এবার তা আছে বলেই মনে করছেন বাঁ হাতি এ স্পিনার, ‘আমাদের অভিজ্ঞতা আছে। দলে কয়েকজন খেলোয়াড় আছে যারা তিন-চারটি বিশ্বকাপে খেলেছে। এটা ভালো ব্যাপার কারণ কি করা উচিত তা বুঝতে পারব। আমি আত্মবিশ্বাসী। নিজেদের দিনে যে কোনো দল যে কাউকে হারাতে পারে।’
এবার বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডকেই ফেবারিট বলে মনে করছেন বেশির ভাগ বিশ্লেষক। সাকিবও তাই মনে করছেন। তবে ‘ফেবারিট’ তকমা তাদের বিশ্বকাপ জেতাতে পারবে না বলে মনে করেন দেশসেরা এ অলরাউন্ডার, ‘ইংল্যান্ড ও ভারত অবশ্যই ফেবারিট। তবে এ তকমা তাদের শিরোপা জেতাতে পারবে না। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট জিততে আপনাকে কঠোর হয়ে খেলতে হবে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজও ঠিক সময়মতো ভালো করছে। সত্যি বলতে, প্রতিটি দলই লড়াইয়ের জন্য প্রস্তুত। নির্দিষ্ট দিনে কে ভালো করবে তার ওপর সব নির্ভর করছে।’
৩০ মে ইংল্যান্ডে শুরু হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।