মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের বিপক্ষে শুরুটা দারুণ করেছে অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে আজ টসে জিতে ব্যাটিং করছে মেগ ল্যানিংয়ের দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ৮ ওভারে বিনা উইকেটে ৭৪ রান তুলেছে অস্ট্রেলিয়া।
দুই ওপেনার আলিসা হিলি ৫৩ আর বেথ মুনি ২১ রানে অপরাজিত আছেন। আলিসার ২৪ বলের ইনিংসে চার ৭টি, ছক্কা ৩টি। মুনি চার মেরেছেন ২টি। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গেই বাংলাদেশের বোলারদের মোকাবিলা করছেন এ দুই ওপেনার।
বাংলাদেশের অধিনায়ক সালমা এখন পর্যন্ত ৫ বোলার ব্যবহার করেছেন। তিনি নিজে ছাড়াও বোলিংয়ে এসেছেন জাহানারা আলম, নাহিদা আকতার, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ। নিজের প্রথম ওভারে ১২ রান দিয়েছেন পেসার জাহানারা। ২ ওভারে ১৫ রান দিয়ে তুলনামূলক ভালো বোলিং করেছেন সালমা।