>এশিয়া কাপ জয়ী বাংলাদেশের মেয়েরা জয়ের ধারা অব্যাহত রেখেছেন আয়ারল্যান্ডের বিপক্ষেও। আজ ডাবলিনে আইরিশ মেয়েদের ৪ উইকেটে হারিয়েছেন তাঁরা
১৮ বলে ২৭, ১২ বলে ১৮ থেকে শেষ ওভারে দরকার ছিল ৪ রান। সমীকরণটা পরে নেমে আসে ১ বলে ১। মালয়েশিয়ায় কদিন আগেই এমন শ্বাসরুদ্ধকর সমীকরণ পেরিয়ে ভারতের বিপক্ষে এশিয়া কাপ জিতেছেন সালমারা। আজ ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে এ আর কঠিন কী! আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েদের রুখতে পারেনি আইরিশরা। আইরিশ মেয়েদের ৪ উইকেটে হারিয়ে ইউরোপ সফরের শুরুটা দারুণ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আগামী মাসে হল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই খেলবেন সালমারা। মূল অভিযানে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ডাবলিনে আজ প্রথম ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। জাহানারা আলমের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড আটকে যায় ৮ উইকেটে ১৩৪ রান তুলে। বাংলাদেশের মেয়েদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন জাহানারা। তাঁর ২৮ রানে ৫ উইকেটই এখন মেয়েদের সেরা বোলিং।
১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা যদিও ভালো হয়নি বাংলাদেশের। ৫ রানেই ফিরে যান ওপেনার শামিমা সুলতানা। তবু লক্ষ্যে পৌঁছাতে অসুবিধা হয়নি মেয়েদের। এশিয়া কাপ ফাইনালে ভালো খেলা নিগার সুলতানা পথ দেখিয়েছেন দলকে, খেলেছেন ৩৮ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস। নিগার যদি জয়ের পথ দেখান, সেটি সমাপ্তিরেখায় নিয়ে গেছে ফাহিমা খাতুনের অপরাজিত ২৬ রান।
ডাবলিনের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সালমারা।