>বিপিএল শেষে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রাইলি রুশো। দর্শকদের প্রশংসা করেছেন রাজশাহী রয়্যালসের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান
বিপিএলে দুই মৌসুম ধরে রাইলি রুশোর বৃহস্পতি তুঙ্গে। গত টুর্নামেন্টের পর এবারও সর্বোচ্চ রান করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যান। এবার খুলনা টাইগার্সের হয়ে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। হারতে হয়েছে রাজশাহী রয়্যালসের কাছে। তবু এবারের বিশেষ বিপিএল ব্যাট হাতে খারাপ কাটেনি রুশোর। ফাইনাল শেষে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান।
গত বিপিএলে ১৪ ম্যাচে সর্বোচ্চ ৫৫৮ রান করেছিলেন রুশো। এবার বিপিএলেও খেলেছেন ১৪ ম্যাচ, আগের সংস্করণের মতো রান পাঁচ শ-র ওপাশে নিতে না পারলেও করেছেন সর্বোচ্চ ৪৯৫। আর ফাইনালে খেলেছেন ২৬ বলে ৩৭ রানের ইনিংস। ২১ রানে হারের পর কাল টুইট করেন রুশো, ‘বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগার্সরা জিততে পারিনি। তবে দুর্দান্ত কিছু প্রতিভার সঙ্গে খেলতে পারাটা ছিল অসাধারণ ব্যাপার। আবারও মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’
বিপিএলে বাংলাদেশের দর্শকদের প্রশংসা করেছেন রাজশাহী রয়্যালসের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। গত বছরের আগস্টে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জয়ের পর বিপিএলের শিরোপা জিতেও ভীষণ আনন্দিত এ পেসার। কাল ট্রফির ছবিসহ ইরফান টুইট করেন, ‘কানাডার পর এবার বিপিএল—টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা ছিল দুর্দান্ত অভিজ্ঞতা। অসাধারণ ছিলেন বাংলাদেশের দর্শকেরা। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ দেখতে তর সইছে না।’
চলতি মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে পাকিস্তান দলে ঠাঁই হয়নি ইরফানের।