বাংলাদেশকে পাকিস্তানের 'সাহায্য' মনে করতে বললেন শোয়েব

বাংলাদেশকে পাকিস্তানের দরকার বলে জানিয়ে দিয়েছেন শোয়েব। ছবি: এএফপি
বাংলাদেশকে পাকিস্তানের দরকার বলে জানিয়ে দিয়েছেন শোয়েব।  ছবি: এএফপি

শুধু টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশ। এই মুহূর্তে পাকিস্তানে টেস্ট খেলতে কিছুতেই রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই সিদ্ধান্তে নানা প্রতিক্রিয়া হচ্ছে পাকিস্তানে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কা থাকবে বাংলাদেশের। একটি টিভি টক শোতে পাকিস্তানের রশিদ লতিফ নিয়মটি সবিস্তারে তুলে ধরেছেন। এ মুহূর্তে যদি পাকিস্তানে টেস্ট খেলতে না যায়, নিয়ম অনুযায়ী এখনই পয়েন্ট কাটা যাবে না বাংলাদেশের। না খেললে পয়েন্ট কাটা কিংবা পাওয়ার হিসাবটা ২০২১ সালের মার্চের আগে হবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্ব শেষ হওয়ার কথা ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

রশিদ তাই পিসিবিকে ধৈর্য ধরতে বলছেন, ‘পাকিস্তানের তাড়াহুড়া করা উচিত নয়। তাদের উচিত বাংলাদেশকে সময় দেওয়া। প্রত্যেক বোর্ডেরই নির্দিষ্ট কিছু কৌশল থাকে। বাংলাদেশ আসুক, টি-টোয়েন্টি খেলুক। এরপর বিসিবিকে সময় দেওয়া হোক সিদ্ধান্ত নেওয়ার যে কখন তারা খেলতে চায়। যদি বাংলাদেশ আমাদের এখানে খেলতে না আসে ২০২১ সালের মার্চের আগ পর্যন্ত পাকিস্তান কোনো পয়েন্ট পাবে না।’

একই টিভি শোতে পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আক্তার অবশ্য স্বভাবসুলভ চাঁচাছোলা মন্তব্যে বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানে টেস্ট খেলতে, ‘বাংলাদেশ মনে আছে, আমরা তোমাদের কীভাবে সাহায্য করেছিলাম? আমরা বাংলাদেশকে নিজেদের হাতে টেস্ট ক্রিকেটে এনেছি, খেলিয়েছি, এত দূর আসতে সাহায্য করেছি। বাংলাদেশ তো আমাদের অনেক ভালোবাসে। সহজ ভাষায় বলছি কারও প্ররোচনায় আসার দরকার নেই। আপনারা আসুন, টেস্ট খেলুন। আপনাদের অনেক ভালোবাসা হবে, সম্মান দেওয়া হবে। আপনাদের আমাদের দরকার।’