বিপিএলের শেষ চারে উঠতে হলে খুলনা টাইটানসের বিপক্ষে আজ জিততেই হবে ঢাকা ডায়নামাইটসকে
হিসেব পরিষ্কার। শেষ চারে উঠতে হলে জিততেই হবে। হারলেই বিদায় নিতে হবে ঢাকা ডায়নামাইটসকে। এই সমীকরণ মাথায় নিয়ে আজ বিপিএল গ্রুপপর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসের মুখোমুখি ঢাকা। লড়াই শুরুর আগে মুদ্রা নিক্ষেপে ভাগ্য অবশ্য ঢাকা অধিনায়ক সাকিব আল হাসানের সহায় হয়নি। খুলনার কাছ টস হেরে আগে ফিল্ডিং করবে ঢাকা।
ঢাকার এই বাঁচা-মরার ম্যাচে তাকিয়ে রাজশাহী কিংসও। মনেপ্রাণে সাকিবদের হার কামনাই করছেন রাজশাহীর খেলোয়াড়েরা। ঢাকা আজ হারলে যে শেষ চারের টিকিট পাবে রাজশাহী। পয়েন্ট তালিকার চতুর্থ দল হিসেবে গ্রুপপর্ব শেষ করবে মেহেদী হাসান মিরাজের দল। কিন্তু সেটি সম্ভব হবে যদি খুলনা এই ম্যাচটা জিততে পারে। এবার বিপিএলে শেষ চারে ওঠার স্বপ্ন আগেই ধুলিসাৎ হয়েছে খুলনার। আজ জিতলেও পয়েন্ট তালিকার তলানিতে থেকে গ্রুপপর্ব শেষ করবে খুলনা।
ঢাকার একাদশে পেসার শাহাদত হোসেন ও শুভাগত হোম আজ সুযোগ পাননি। দুজনের বদলে সুযোগ পেয়েছেন কাজী অনিক ও মাহমুদুল হাসান। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ঢাকা। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রাজশাহী।