ইংলিশ ক্রিকেটার রবি বোপারা
ইংলিশ ক্রিকেটার রবি বোপারা

বল বিকৃতি

নিষেধাজ্ঞা এড়িয়ে জরিমানা বোপারার

বল বিকৃতি করায় সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারাকে ম্যাচ ফির ৭৫ ভাগ জরিমানা করা হয়েছে। এর সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে বোপারার।

এবার বিপিএলে যদি আরেকটি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন এই ইংলিশ ক্রিকেটার। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

খুলনা টাইগার্সের বিপক্ষে গত ৭ ফেব্রুয়ারির ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করেন বোপারা। এরপরই দুই অনফিল্ড আম্পায়ার বাংলাদেশের মাহফুজুর রহমান ও শ্রীলঙ্কার প্রগিথ রাম্বুকওয়েলাকে বল হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায়।

বল–বিকৃতি বিতর্কে জড়িয়েছেন বোপারা
ছবি: প্রথম আলো

কিছুক্ষণ আলোচনার পর রিজার্ভ আম্পায়ারকে ডেকে পাঠান তাঁরা, বদলানো হয় বল। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করতে দেখা যায় বোপারাকে।

পরের ওভারে পেনাল্টি হিসেবে ৫ রান যোগ করা হয় খুলনার স্কোরে। এমসিসির আইনের ৪১.৩ ধারা অনুযায়ী, বলের কন্ডিশন বদলানো হয়েছে মনে হলে ম্যাচের বল বদলানোর ক্ষমতা রাখেন আম্পায়াররা।

তবে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টায় আইসিসির আচরণবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধ করেছেন বোপারা। দুই আম্পায়ারের প্রতিবেদনের ভিত্তিতে বোপারাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিলেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।

কিন্তু বোপারা আপিল করায় বিষয়টি বিপিএলের টেকনিক্যাল কমিটি পর্যন্ত গড়ায়। এরপর সেখানে বোপারার শাস্তি কমানো হয়।