চার বছর আগের ঘটনা, ব্যাটিং পরামর্শ দেওয়ায় গ্রান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরে বসেন মোহাম্মদ ইউনিস, ফ্লাওয়ার ছোট ভাই এই বোমা ফাটানোর পর অনেক কথাই শোনা গেছে গত কদিনে। এ বিষয়ে কথা বললেন ইনজামাম-উল-হকও। সাবেক পাকিস্তান অধিনায়ক উড়িয়েই দিয়েছেন ফ্লাওয়ারের দাবি।
ফ্লাওয়ারের কথা অনুযায়ী, ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে এক নাশতার টেবিলে ঘটে এ ঘটনা। সেখানে কোচ মিকি আর্থার উপস্থিত ছিলেন। তখন পিসিবির প্রধান নির্বাচক হিসেবে কাজ করা ইনজামাম অবশ্য ঘটনটা উড়িয়ে দিয়েছেন, ‘আমি ওই সময় প্রধান নির্বাচক ছিলাম। আমি এমন কিছু মনে করতে পারছি না কিংবা মনে পড়ে না আমাকে এমন কিছু জানানো হয়েছে।’
ঘটনা গুরুতর হলে প্রধান নির্বাচকের ইনজির জানারই কথা। যেহেতু তাঁর কানে এমন কিছু আসেনি, পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এ ব্যাটসম্যান তাঁর সাবেক সতীর্থ ইউনিসের পাশেই দাঁড়াচ্ছেন, ‘জানি না কী কারণে গ্রান্ট ফ্লাওয়ার এমনটা বলেছে। ইউনিসের সঙ্গে আমি অনেক খেলেছি। তাকে আমি ভালো করে জানি। কারও সঙ্গে ওর এমনটা করার কোনো কারণ দেখি না।’
এ ঘটনা নিয়ে পিসিবির এক কর্মকর্তা অবশ্য দুদিন আগে পিটিআইকে বলেছিলেন, ‘ফ্লাওয়ারের কথা যেভাবে তুলে ধরা হয়েছে সেটা পুরোপুরি সত্যি নয়। ইউনিস মজা করে মাখনের ছুরি তুলে বলেছিলেন, “আমাকে এখন ব্যাটিংয়ের জ্ঞান না দিয়ে নাশতা শেষ করতে দাও”।’
ফ্লাওয়ার প্রায় পাঁচ বছর পাকিস্তানের ব্যাটিং কোচ ছিলেন। তিনি এখন শ্রীলঙ্কায়, আর পাকিস্তান দলের ব্যাটিং কোচ হয়ে ইংল্যান্ড সফরে আছেন ইউনিস। সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান অবশ্য এ নিয়ে এখনো কিছু বলেননি।