>কিংস্টনে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, প্রথম দিনটা সব মিলিয়ে ভালোই কেটেছে বাংলাদেশ দলের
সাকিব আল হাসানের কাছে কাল স্যাবাইনা পার্কের উইকেট একটু আর্দ্র মনে হয়েছিল। পেসারদের কথা ভেবেই টস জিতে বোলিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ভাবনাটা আর কাজে লাগেনি। উইকেট প্রথম দিন থেকেই স্পিনবান্ধব! বল বাঁক নিয়েছে, ব্যাটে এসেছে থেমে থেমে। আর তাই প্রথম দিনে পেসাররা বলতে গেলে অলস সময়ই কাটিয়েছেন।
৯২ ওভার বোলিংয়ের দিনে বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ আর কামরুল ইসলাম রাব্বী মিলে হাত ঘুরিয়েছেন মাত্র ১৮ ওভার। বাকি ৭৪ ওভার ভাগাভাগি করেছেন চার স্পিনার—মিরাজ, সাকিব, তাইজুল ও মাহমুদউল্লাহ। এর মধ্যে মিরাজ একাই করেছেন ২৭ ওভার। দিনের সবচেয়ে সফল বোলারও তিনি। উইকেট নিয়েছেন তিনটি। তাইজুলের শিকার ১ উইকেট। ৪ উইকেট তুলে তৃপ্ত হতে পারেন সাকিবরা, তবে প্রথম দিনটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের। ক্রেইগ ব্রাফেটের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ২৯৫।
দুশ্চিন্তার ব্যাপার হলো, শিমরন হেটমেয়ার এখনো উইকেটে আছেন। ১ ছক্কা ও ৯ চারে ৯৮ বলে ৮৪ রানে অপরাজিত হেটমেয়ার। অন্য প্রান্তে রয়েছেন রোস্টন চেজ (১৬*)। আজ এই জুটি যতটা দ্রুত সম্ভব ভাঙার লক্ষ্য বাংলাদেশের। মিরাজের ভাষায়, যত কম রানে ওঁদের বেঁধে ফেলা যায়। প্রথম দিনের খেলা শেষে দ্বিতীয় দিনের পরিকল্পনাটাও জানিয়ে দিলেন মিরাজ, ‘ওঁদের রান আটকানোই হবে আমাদের প্রথম পরিকল্পনা। কারণ, প্রায় তিন শ রান হয়ে গেছে। ওদের দ্রুত অলআউট করতে হবে। উইকেটে এখনো বোলারদের জন্য সাহায্য আছে। লাইন-লেংথ ধরে বোলিং করতে পারলে ওদের তাড়াতাড়ি অলআউট করা সম্ভব।’
গতকাল প্রথম সেশনে ৩৫ ওভার খেলা হয়েছে। এর মধ্যে ২ ওভার বোলিং করেছেন পেসাররা। বাকি ৩৩ ওভার স্পিনারদের। প্রথম সেশনে ডেভন স্মিথ ও কাইরন পাওয়েলকে তুলে নেন মিরাজ। এরপর বাকি দুই সেশনে একটি করে উইকেট পড়েছে। দ্বিতীয় সেশনে শাই হোপকে ফিরিয়েছেন তাইজুল। আর ধৈর্য ধরে ব্যাটিং করা ওপেনার ক্রেইগ ব্রাফেটকে শেষ সেশনে ফিরিয়েছেন মিরাজ। তার আগে ২৭৯ বলে ১১০ রানের ইনিংস দিয়ে কীভাবে টেস্ট খেলতে খেলতে হয়, বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে সেই উদাহরণটিই রেখে যান ব্রাফেট।
উইকেটে বাঁক ও অনাকাঙ্ক্ষিত বাউন্স থাকায় পেসারদের সেভাবে ব্যবহার করেননি সাকিব। দিন শেষে সেই ব্যাখ্যাই মিরাজের। তাঁর মতে প্রথম দিনটা ভালোই কেটেছে বাংলাদেশ দলের, ‘আজ (কাল) উইকেটে একটু বাঁক ছিল আর মন্থর ছিল। আমরা স্পিনাররা চেষ্টা করেছি লাইন-লেংথে বোলিং করার। দুর্ভাগ্যবশত উইকেট পেয়েছি দুটি। হয়তো আরও এক-দুটি উইকেট প্রথম সেশনে তুলে নিতে পারলে ভালো হতো। তারপরও আমার মনে হয় সব মিলিয়ে ভালো হয়েছে। পেসাররা আজ বেশি ওভার করতে পারেনি। কারণ, উইকেট স্পিনারদের বেশি সাহায্য করেছে।’