পুরোনো অফিসে নতুন চাকরি পেলেন হাথুরু

নতুন চাকরি পেলেন হাথুরু। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
নতুন চাকরি পেলেন হাথুরু। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বেশ কিছুদিন বেকার ছিলেন চণ্ডিকা হাথুরুসিংহে। বছরের শুরুতে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে ছুটি মিলেছিল তাঁর। এরপর তো করোনাভাইরাসই থাবা বসাল ক্রীড়াঙ্গনে। তবে বেকারত্ব ঘুচেছে বাংলাদেশের সাবেক কোচের। নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাথুরুকে।

২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার এ রাজ্য দলেরই সহকারী কোচ ছিলেন হাথুরুসিংহে। ২০১১ সালে প্রথম যোগ দিয়েছিলেন এই দলে। মাঝে কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। নতুন করে কোচিং স্টাফ নিয়োগের সময় তাই হাথুরুর কথাই মনে পড়েছে নিউ সাউথ ওয়েলসের।

অস্ট্রেলিয়ান ক্রিকেট নিউ সাউথ ওয়েলস বরাবরই শক্তিশালী দল। ভিক্টর ট্রাম্পার, ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে রিচি বেনো, মার্ক টেলর, ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, স্টুয়ার্ট ম্যাকগিল, ব্রেট লি কিংবা বর্তমানের স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, নাথান লায়ন, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কদের দল এটি। এ মৌসুমে এই দলের জন্য বেশ শক্তিশালী কোচিং স্টাফ সাজানো হচ্ছে। প্রধান কোচ হিসেবে আছেন ফিল জ্যাক। পেস বোলিং কোচ হিসেবে আছেন সাবেক কিউই পেসার আন্দ্রে অ্যাডামস। স্পিনের দায়িত্বে অ্যান্থনি ক্লার্ক। এমন এক কোচিং স্টাফের অংশ হতে পেরে খুশি হাথুরুসিংহে, 'আমার অভিজ্ঞতায় অন্যতম সেরা কাজের পরিবেশ ছিল নিউ সাউথ ওয়েলসে। সবচেয়ে ভালো দিক হলো এই রাজ্যে সব সময় অসংখ্য প্রতিভা উঠে আসে।'

দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারার সুযোগ হাতছাড়া করতে চাননি লঙ্কান কোচ, 'গতবার মাইকেল ক্লার্ক, ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসনের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, দলের প্রকৃতি সম্পর্কে আঁচ করতে পেরেছি। তখন তরুণ ক্রিকেটার হিসেবে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মোজেস হেনরিকস ও কার্টিস প্যাটারসন ছিল, যারা সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আমার প্রক্রিয়া নিয়ে আত্মবিশ্বাসী করেছে। সে অভিজ্ঞতা ব্লুজদের জন্য ব্যবহারের অপেক্ষায় আছি।'