আবদুল রাজ্জাক একসময় পাকিস্তান দলের দুর্দান্ত এক অলরাউন্ডার ছিলেন। ব্যাটে-বলে তাঁর শৈলী ছিল অনবদ্য। দীর্ঘ দিন খেলেছেন। কিংবদন্তি না হলেও পাকিস্তান ক্রিকেটের আলোচিত পারফরমারদের তালিকায় সব সময়ই থাকবেন। খেলা ছেড়ে দেওয়ার পর কোচিং পেশায়ও ভালো করছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সাম্প্রতিক সাফল্য তাঁকে জাতীয় দলের দায়িত্বেও এনেছে। কিন্তু তিনি পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলকে যা বলেছেন, তাতে তিনি যে হাসির পাত্র হবেন, সেটা না বললেও চলছে।
কী বলেছেন রাজ্জাক? তাঁর মন্তব্য, ভারত নাকি পাকিস্তানের সঙ্গে লড়ার সামর্থ্যই রাখে না। ভারতের চেয়ে পাকিস্তান অনেক ভালো দল। কীসের ভিত্তিতে, কেন রাজ্জাক এই মন্তব্য করলেন, তা বোঝা যাচ্ছে না। সারা দুনিয়া দেখছে, ভারত ক্রিকেটে এখন কী করছে। টেস্ট, কিংবা ওয়ানডে অথবা টি-টোয়েন্টি—ভারতীয় ক্রিকেট অবলীলায় উড়িয়ে যাচ্ছে সাফল্যের ঝান্ডা। দেশে কিংবা বিদেশে, সবখানেই ভারতীয় ক্রিকেট দল এখন ভয়ংকর।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের ছোট সংস্করণের বিশ্বকাপটা প্রথম জিতেছিল ভারতই। গত এক দশকে তারা একটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে, টেস্ট ক্রিকেটের শীর্ষ দল হয়েছে, আরও দুটি ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের খুব কাছে পৌঁছেছে। জিতেছে ক্রিকেটের আরেক বৈশ্বিক ট্রফি চ্যাম্পিয়নস ট্রফি। তারপরও ভারত পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে লড়াইয়ের সামর্থ্য রাখে না!
এআরওয়াই টিভির সঙ্গে আলাপকালে রাজ্জাক বলেছেন, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চায় না হারের ভয়ে, ‘আমি মনে করি পাকিস্তানের সঙ্গে ভারত কোনোভাবেই লড়তে পারবে না। পাকিস্তান দলে যে পরিমাণ প্রতিভা আছে, ভারতের তা নেই। তবে পাকিস্তান ও ভারতের ম্যাচ না হওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতিই। ভারত, পাকিস্তান ম্যাচেই আসলে একজন ক্রিকেটার কতটুকু চাপ সামলাতে পারে, তার একটা বড় পরীক্ষা। তবে এই দুই দলের মধ্যে সিরিজ হলে লোকেরা সহজেই বুঝতে পারত আসল কথাটা। ভারত এটা খুব ভালোই বোঝে। কারণ, পাকিস্তানের মতো চাপ সামলানোর মতো ক্রিকেটার তাদের নেই।’
অতীতেও যে পাকিস্তান ভারতের চেয়ে এগিয়ে ছিল, রাজ্জাকের খুব ভালোই স্মরণে আছে তা, ‘আমাদের দলে একজন ইমরান খান ছিলেন। ভারতও ভালো দল ছিল। ওদের দলে ছিলেন কপিল দেব। কিন্তু ইমরান খানের প্রতিভা অনেক বেশি। তিনি কপিলের চেয়ে এগিয়ে ছিলেন। ওয়াসিম আকরামের মতো কেউই ছিল না ভারতের। আমাদের জাভেদ মিয়াঁদাদের সঙ্গে সুনীল গাভাস্কারেরও কোনো তুলনা হয় না। আমাদের ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনিসদের সময় অবশ্য ভারতের শেবাগ ও দ্রাবিড়ের মতো ভালো ক্রিকেটাররা ছিলেন। কিন্তু সার্বিকভাবে ভারতের চেয়ে পাকিস্তান দলে প্রতিভা বেশি ছিল।’
ভারতের পাকিস্তানের বিপক্ষে লড়ার সামর্থ্য কেমন সেটি রাজ্জাক খুব শিগগির দেখতে পাবেন। ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বিশ্বকাপে অবশ্য ইমরান-ওয়াসিম-মিয়াঁদাদরাও ‘পিছিয়ে থাকা’ ভারতকে কখনো হারাতে পারেননি।