বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই সমালোচনা চলছে পাকিস্তানের। পান থেকে চুন খসলেই সরফরাজদের দোষ খুঁজতে হাজির হচ্ছেন সাবেক খেলোয়াড়েরা। ভারতের বিপক্ষে হারের পর সবাই তো এমন আচরণ করা শুরু করল, মনে হচ্ছিল বিশ্বকাপে ভারতের কাছে এই প্রথম হেরেছে পাকিস্তান। শোয়েব আখতার থেকে মিসবাহ উল হক—সবাই মেতেছিলেন সমালোচনার খেলায়।
গত কয়েক দিনে অবস্থা পাল্টেছে। পাকিস্তানকে নিয়ে যে রকম সমালোচনা হচ্ছিল, তা এখন নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা জয়ের পর সাবেক পাকিস্তানি খেলোয়াড়দের মুখও এখন বন্ধ। তবে এত দিন যাঁরা সমালোচনা করছিলেন, তাঁরা এখন কোথায়? পাকিস্তানের সাফল্যের পর এই সমালোচকদের খোঁচা দিয়েছেন ভারতীয় টেনিস তারকা ও পাকিস্তান দলের খেলোয়াড় শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা।
বিশ্বকাপের শুরুটা পাকিস্তানের জন্য কতটা তেতো ছিল সেটা সবার জানা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে হারার পর সময়টা কতটা কঠিন ছিল, তা শুধু ক্রিকেটাররাই ভালো বলতে পারবেন। সরফরাজের ‘ভুঁড়ি’ নিয়েও কম আলোচনা হয়নি।। ভারত-পাকিস্তান ম্যাচের আগে শোয়েব মালিকের সিসা বারে যাওয়া নিয়েও অনেক কথা উঠেছিল। কিন্তু পাকিস্তানের সাফল্যের কাছে এখন সবকিছুই চাপা পড়ে গেছে। এখন কথা হচ্ছে বাবর আজমের দাপুটে সেঞ্চুরি নিয়ে।
কথা হবেই না–ই বা কেন? তিনে নামা ব্যাটসম্যানের কাছ থেকে বিশ্বকাপে এর চেয়ে ভালো কিছু শেষ কবে পেয়েছিল, তা তো ভুলেই গিয়েছিল সবাই। ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের হয়ে তিনে নামা প্রথম সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান সেলিম মালিক। এই কীর্তির আরও ৩২ বছর বছর পর এমন কিছু দেখালেন বাবর! তবে পাকিস্তান দলের এমন ঘুরে দাঁড়ানোটাই মূলত অবাক করেছে সবাইকে। অনেকে তো মনে করছেন ১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তিই করে বসতে পারেন সরফরাজরা।
পাকিস্তানের এমন সাফল্যে খুশি হয়েছেন সানিয়া মির্জাও। তবে প্রশংসাটা একটু ভিন্নভাবেই করেছেন। স্বামী শোয়েব মালিক আপাতত দলের বাইরে আছেন। শেষ দুই ম্যাচে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এত দিন শোয়েব মালিকসহ সবারই সমানতালে সমালোচনা চলছিল। কিন্তু দুটো জয়েই সবার মুখ বন্ধ। তাই সমালোচকদের খোঁচা দিতে দেরি করেননি, ‘খেলা কতটা অবিশ্বাস্য ভাবেই না সবকিছু বদলে দেয়।’