পাকিস্তানের আপত্তি, কানেরিয়া খেললেন ভারতের দলে

দানিশ কানেরিয়া। ছবি: এএফপি
দানিশ কানেরিয়া। ছবি: এএফপি
>

দানিশ কানেরিয়া কিছুদিন আগে ব্যাংককে একটি টুর্নামেন্টে অংশ নেন। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক

নতুন বিতর্ক দানা বেঁধে উঠল দানিশ কানেরিয়াকে ঘিরে। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হওয়া এ লেগ স্পিনার সম্প্রতি খেলেন রয়্যাল ব্যাংকক স্পোর্টস ক্লাব ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে। পাকিস্তানের হয়ে খেলা কিছু আন্তর্জাতিক ক্রিকেটারও খেলেছেন এ টুর্নামেন্টে—উমর আমিন, মীর হামজা, আনোয়ার আলীরা। সূত্রের বরাতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, কানেরিয়া এ টুর্নামেন্টে ভারতের একটি দলের হয়ে খেলবেন—তথ্যটি জানার পর আয়োজকদের কাছে আপত্তি জানিয়েছিল অংশ নেওয়া পাকিস্তানি দলগুলো। কিন্তু কাজ হয়নি।

২০১২ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষিদ্ধ হন পাকিস্তান জাতীয় দলে খেলা এ লেগ স্পিনার। ৬ বছর ধরে অভিযোগ অস্বীকারের পর ২০১৮ সালে ফিক্সিংয়ের কথা স্বীকার করেন কানেরিয়া। ব্যাংককের টুর্নামেন্টে তাঁর খেলা মেনে নিতে পারেনি পাকিস্তানের দলগুলো। কারণ বিশ্বের যেকোনো প্রান্তে আইসিসি অনুমোদিত যেকোনো টুর্নামেন্ট থেকেই আজীবন নিষিদ্ধ কানেরিয়া। আয়োজকদের তারা জানিয়েছিল, কানেরিয়ার অংশগ্রহণ এ টুর্নামেন্টে নেতিবাচক ছাপ ফেলতে পারে। ঝামেলা হতে পারে আইসিসির সঙ্গেও। সমস্যা হতে পারে বর্তমান ক্রিকেটারদের। এমনকি পাকিস্তানের দুটি দল টুর্নামেন্ট বয়কটের হুমকিও দিয়েছিল।

ভারতের দলটিকে আয়োজকেরা অনুরোধ করেছিলেন, কানেরিয়াকে যেন না খেলানো হয়। কিন্তু দলটি তা কানে তোলেনি। পুরো টুর্নামেন্টেই কানেরিয়াকে খেলিয়েছে তারা। এ টুর্নামেন্টে অংশ নেওয়া পাকিস্তানের দলগুলো থেকে ঘটনাটা জেনেছে দেশটির সংবাদমাধ্যম।

কানেরিয়া পাকিস্তানের হয়ে টেস্টে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি। কিছুদিন আগে ভীষণ বিতর্ক হয়েছে কানেরিয়াকে ঘিরে। শোয়েব আখতার জানিয়েছিলেন, পাকিস্তান দলের ড্রেসিং রুমে বৈষম্যমূলক আচরণের শিকার হতেন কানেরিয়া। কানেরিয়ার ধর্মবিশ্বাসের কারণে তার সঙ্গে বসে খেতে চাইতেন না কিছু খেলোয়াড়। পাকিস্তান জাতীয় দলে খেলা দ্বিতীয় হিন্দু ক্রিকেটার কানেরিয়া। তাঁর মামা অনিল দালপুত ছিলেন পাকিস্তান দলে খেলা প্রথম হিন্দু ক্রিকেটার।