সৌরভের জীবন নিয়ে বানানো সিনেমায় থাকবেন রণবীর?
সৌরভের জীবন নিয়ে বানানো সিনেমায় থাকবেন রণবীর?

পর্দার সৌরভ হচ্ছেন রণবীর কাপুর?

খেলার মাঠে তো বটেই, বলিউডের কল্যাণে রুপালি পর্দাতেও মোহাম্মদ আজহারউদ্দিন কিংবা মহেন্দ্র সিং ধোনিকে দেখা হয়ে গেছে দর্শকদের। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন আরেক সাবেক ভারত অধিনায়ক।

বর্তমানে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে থাকা সৌরভ গাঙ্গুলীর বর্ণাঢ্য জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর পর্দার সৌরভ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ‘রকস্টার’, ‘বরফি’, ‘সানজু’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’খ্যাত তারকা রণবীর কাপুর।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ক্রিকেটারদের জীবন নিয়ে যে এই প্রথম বলিউড কাজ করছে, ব্যাপারটা এমন নয়; এর আগেও ২০১৬ সালে সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে বানানো হয়েছিল ‘আজহার’ নামের চলচ্চিত্র। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি। ইমরান ছাড়াও সে সিনেমায় দেখা গিয়েছিল নার্গিস ফাখরি, লারা দত্ত ও প্রাচী দেশাইয়ের মতো পরিচিত মুখ।

মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে বানানো চলচ্চিত্র ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ তো আলোড়নই ফেলে দিয়েছিল। প্রয়াত সুশান্ত সিং রাজপুত ছিলেন ধোনির ভূমিকায়। এ ছাড়া আমির খান অভিনীত ‘লগন’ (২০০১), শ্রেয়াস তালপাড়ে অভিনীত ‘ইকবাল’ (২০০৫), ইমরান হাশমি অভিনীত ‘জান্নাত’ (২০০৮), রানী মুখার্জি অভিনীত ‘দিল বোলে হাড়িপ্পা’ (২০০৮), অক্ষয় কুমার অভিনীত ‘পাতিয়ালা হাউস’ (২০১১) ইত্যাদি চলচ্চিত্রের মূল উপজীব্য ছিল ক্রিকেট।

রণবীর কাপুর।

পর্দার সৌরভ হিসেবে যেন রণবীর কাপুরকে নেওয়া হয়, সে ব্যাপারে নিজের মত দিয়েছেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি। পাকিস্তান অবজারভারকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী সিনেমার সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, ‘সৌরভের বায়োপিক সফলতার মুখ দেখবে। ওর জীবনে অনেক উত্থান-পতন আছে। রোমাঞ্চে ভরপুর ওর জীবন। তাই আমার মনে হয় ওর জীবন নিয়ে বানানো সিনেমাটা সফল হবে।’

তবে চলচ্চিত্রের কাজ যে এখন একদমই শুরুর পর্যায়ে, সেটাই জানিয়েছেন ডোনা, ‘হ্যাঁ, এখনো তেমন কিছুই এগোয়নি এই ব্যাপারে। কাজ একদমই শুরুর দিকে। তবে এটা নিশ্চিত, চলচ্চিত্রটা হচ্ছে।’

সৃজিত মুখার্জী

তবে ডোনার চরিত্রে কে থাকবেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত নন সৌরভপত্নী, ‘আমি জানি না ওরা আমার ভূমিকা কাকে নেওয়ার কথা চিন্তা করছে। এখনো হয়তো ব্যাপারটা নিশ্চিত হয়নি।’

এদিকে সৌরভ নিজেও এই চলচ্চিত্রের ব্যাপারে সম্মতির কথা জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮–কে, ‘হ্যাঁ, আমি আমার বায়োপিকের ব্যাপারে সম্মতি প্রদান করেছি। সিনেমাটা হিন্দিতেই হবে। তবে এখনই আমি চলচ্চিত্রের পরিচালকের নাম বলতে চাইছি না। আরও কিছুদিন লাগবে পুরো ব্যাপারটা চূড়ান্ত হতে।’

ওদিকে ফিল্মফেয়ার ডটকম জানিয়েছে, বায়োপিকটির পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘বাইশে শ্রাবণ’, ‘ভিঞ্চি দা’খ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। সৌরভ নিজেই চাইছেন, সৃজিতের পরিচালনায় এগিয়ে যাক চলচ্চিত্রের কাজ।


দেখা যাক, সৌরভের আশা পূরণ হয় কি না!