>রিকি পন্টিংয়ের দশক-সেরা টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি
অনেক সাবেক তারকা ক্রিকেটারই দশক-সেরা টেস্ট দল বানাচ্ছেন। রিকি পন্টিং এর বাইরে থাকবেন কেন! তিনিও বানিয়ে ফেললেন একটা।তাঁর সেই টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি।
মজার ব্যাপার হচ্ছে পন্টিংয়ের দশক-সেরা টেস্ট দলে তিনি কোহলি ছাড়া আর কোনো ভারতীয় ক্রিকেটারকেই রাখেননি। কিন্তু সেই কোহলিকে তিনি ভেবেছেন অধিনায়ক হিসেবেই।
পন্টিংয়ের দশক-সেরা টেস্ট দলে ইংলিশ ক্রিকেটার ৪ জন। নিজের দেশ থেকে তিনি বেছেছেন তিন ক্রিকেটারকে। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাও আছেন পন্টিংয়ের দশক-সেরা টেস্ট দলে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও তাঁর দলের একমাত্র কিউই।
ওপেনার হিসেবে পন্টিং নিয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে। এর পরপরই আছেন কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও বিরাট কোহলি। লঙ্কানদের হয়ে ওপরের দিকে ব্যাটিং করা সাঙ্গাকারাকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবেই নিয়েছেন তিনি। পেসার হিসেবে আছেন স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন ও ডেল স্টেইন। দলে অলরাউন্ডার বেন স্টোকস। নাথান লায়ন পন্টিংয়ের দলে আছেন একমাত্র স্পিনার হিসেবে।