বাংলাদেশের দরকার ১০ উইকেট। পাকিস্তানের ৯৩ রান। বল হাতে ইবাদত।
ইবাদতের দ্বিতীয় ওভারের প্রথম বলেই এল প্রথম রান। লাইন হারিয়ে লেগ স্টাম্পের বাইরে বল করেছিলেন। ব্যাকফুটে বলটা ফাইন লেগে পাঠিয়ে দিয়েছেন আবিদ আলী।
তাইজুলকে সুইপ করে চার মারলেন আবিদ। পাকিস্তানের দরকার আর ৮৮ রান।
ইবাদতকে অফসাইডে ঠেলে দিয়ে দুই রান পেলেন শফিক। এর পরই প্রথম চারও পেয়ে গেলেন। একটু বেশি সামনে বল ফেলেছিলেন ইবাদত।
ম্যাচটা ১০ উইকেটে জেতার একটা ইচ্ছা জানিয়েছিল পাকিস্তান। এখন দেখে মনে হচ্ছে, ম্যাচটা প্রথম ঘন্টায়ও শেষ করার ইচ্ছা পাকিস্তানের। তাইজুলের ওভারের শেষ তিন বলে চারের হ্যাটট্রিক করেছেন আবিদ।
টেস্ট স্পেশালিস্ট হিসেবে দলে সুযোগ পাওয়া আবু জায়েদ ইনিংসের ৪০তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসেছেন। প্রথম ২ ওভারে ১৩ রান দিয়েছিলেন জায়েদ।
তাইজুলকে দুর্দান্ত এক চার মারলেন শফিক।
পাকিস্তান দ্রুত জয় তুলে নিতে চাইছে। আর মাত্র ৫৯ রান দরকার তাদের।
যেভাবে খেলা এগুচ্ছে, তাতে হারটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছে। এখন ব্যবধান কত উইকেটের, সেটাই আগ্রহের বিষয়। টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে হেরেছে এর আগে চারবার।
সেঞ্চুরির জন্য প্রতিদ্বন্দ্বিতা চলছে পাকিস্তানের দুই ওপেনারের মধ্যে।
প্রথম বলেই ২ রান দিলেন মেহেদী।
পাকিস্তানি ওপেনার অবশ্য আউট মেনে নিতে পারছেন না। রিভিউ নিয়েছেন এই আবদুল্লাহ শফিক।
ফিরতেই হলো শফিককে। আম্পায়ারস কল।
আজ তাইজুলকে লক্ষ্য বানিয়েছেন আবিদ। আরেকটি সুইপ।
মিরাজের ওভার থেকে কোনো রান এল না। পাকিস্তানের দরকার আর ৪৭ রান।
আজ সকালে দুর্দান্ত ছন্দে আছেন আবিদ আলী। তাইজুলকে লক্ষ্য বানিয়ে দারুণ সব শট খেলেছেন। এবার মিরাজও টের পেলেন কতটা ছন্দে আছেন আবিদ। একটু সামনে ফেলেছিলেন বল। ব্যস, বলটা একস্ট্রা কাভার দিয়ে বাইরে পাঠিয়েছেন আবিদ।
আজ একটু আগে খেলা শুরু হওয়ায় ১০ টা ৫০ মিনিটেই পানি পানের বিরতি দেওয়া হয়েছে। বিরতির আগে ১৫ ওভারই খেলা হয়েছে। তাতে ১ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে একমাত্র সাফল্য মেহেদী হাসান মিরাজের।
এ ম্যাচে জয় পেতে পাকিস্তানের দরকার ৩৪ রান। আর... কারও যদি এখনো আগ্রহ থাকে, বাংলাদেশের দরকার ৯ উইকেট।
তাইজুলের বলে লাইন মিস করলেন আবিদ। জোরালো আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না আবিদ। একটুর জন্য দুই ইনিংসে শতকের দারুণ এক রেকর্ড হাতছাড়া হলো তাঁর।
বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই শতক করতে পেরেছেন চারজন। ইয়াসির হামিদ, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেলরের পাশে বসা হলো না আবিদের।
বাংলাদেশের দরকার ৮ উইকেট।
আর মাত্র ২৫ রান দরকার। এ অবস্থায় অপেক্ষা করতে ইচ্ছা করছিল না বাবর আজমের। তাই এগিয়ে এসে মারতে গিয়েছিলেন। কিন্তু সেটা চলে গিয়েছিল তাইজুলের কাছে। হাত বাড়িয়েও নিতে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি তাইজুল। ৫ রানে জীবন পেলেন বাবর।
জীবন পেয়েই পরের বলেই চার মারলেন বাবর। পাকিস্তানের দরকার মাত্র ২১ রান।
চট্টগ্রাম টেস্টে প্রথমবারের মতো জুটি বেধেছিলেন আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। আর তাতেই অনন্য রেকর্ড। প্রথম কোনো উদ্বোধনী জুটি বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে ১০০ পেরিয়েছে। প্রথম ইনিংসে ১৪৬ রান এনে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ১৫১ রান এনে দিয়েছেন আবিদ-শফিক জুটি।
আরেকটি সুইপ, আরেকটি চার।
আর ১২ রান দরকার পাকিস্তানের।
চারের নামতা পড়ে এগোচ্ছে পাকিস্তান।
দুই প্রান্তে দুই উইকেটশিকারি বল করছেন। একদিকে তাইজুল, অন্যপ্রান্তে মিরাজ।
বাবরের বিরুদ্ধে জোরালো এলবিডব্লুর আবেদন, কিন্তু আম্পায়ার সারা দেননি। অনেক ভেবেও রিভিউ নেয়নি বাংলাদেশ।
আর ৮ রান দরকার, এই অবস্থায় একটি রিভিউ বাঁচিয়ে রাখতে চাইছে বাংলাদেশ!
মিরাজকে রিভার্স শটে পয়েন্ট দিয়ে চার মারলেন আজহার আলী।
মিরাজকে টানা দুই চারে ম্যাচ শেষ করলেন আজহার। প্রথমে রিভার্স সুইপ করেছেন, পরে আদি ও অকৃত্রিম সুইপে ম্যাচ শেষ করলেন সাবেক অধিনায়ক। প্রথম ম্যাচ পঞ্চম দিনের প্রথম সেশনের মধ্যেই শেষ হলো। আজহার অপরাজিত ছিলেন ২৪ রানে, অধিনায়ক বাবর অপরাজিত ১৩ রানে।
পঞ্চমবারের মতো টেস্টে ৮ উইকেটের ব্যবধানে হারল বাংলাদেশ।