গতকালের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তার আগের ম্যাচে ৩০ বলে ৪০ রানের ইনিংসে তামিম ইকবাল ছন্দ ফিরে পাওয়ার আভাস দিয়েছিলেন। তবে আজ নেপালে আবারও ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো দিনই গেল বাংলাদেশের বাঁহাতি ওপেনারের। এভারেস্ট প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংসের বিপক্ষে ৯ বলে ৯ রান করেই আউট হয়ে গেছেন ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা তামিম।
অবশ্য লিগে অন্তত আরেকটা সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কাঠমান্ডুকে শেষ পর্যন্ত আজ ১৭ রানে হারিয়ে এলিমিনেটর পর্ব পেরিয়ে গেছে তামিমের দল। আগামীকাল কোয়ালিফায়ার ম্যাচে পোখারা রাইনোসের মুখোমুখি হবে ভৈরহাওয়া। সে ম্যাচের জয়ী দল আগামী শনিবার ফাইনাল খেলবে চিতোয়ান টাইগার্সের বিপক্ষে।
কীর্তিপুরে টস জিতে আজ আগে ব্যাটিংয়ে নামেন তামিমরা। প্রদীপ ঐরির সঙ্গে ওপেন করতে নেমে তামিম ক্রিজে ছিলেন ইনিংসের ২৫ বল পর্যন্ত। দ্বিতীয় ওভারে একটা চার মারার পর চতুর্থ ওভারের প্রথম বলে জনক প্রকাশের বলে ক্যাচ তুলে ফিরে যান তিনি। ঐরির সঙ্গে তামিমের ওপেনিং জুটিতে ওঠে ২৬ রান। এ নিয়ে এভারেস্ট প্রিমিয়ার লিগে চার ম্যাচে তামিমের রান—১২, ১৪, ৪০ ও ৯।
দ্বিতীয় উইকেটে উপুল থারাঙ্গার সঙ্গে ঐরি যোগ করেন আরও ৪৭ রান। নিজে ২৭ বলে ৩৯ রান করে ফেরেন ঐরি। থারাঙ্গা ৩৩ বলে ৩৫ রান করলেও মাঝে ঝড় তোলেন কুশাল মাল্লা। ২০ বলে ৪ ছয়ে ৩২ রান করেন মাল্লা। এরপর শেষ দিকে মাল্লার ঝড়কেও ছাপিয়ে যান শারদ ভেসাকার। ভৈরহাওয়া অধিনায়ক ৪৯ রান করেন মাত্র ২০ বল খেলে। ইনিংসে ৭ চারের সঙ্গে ৩টি ছয় মেরেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ভেসাকারের সঙ্গে আরিফ শেখের ৮ বলে ১৫ রানের ক্যামিওতে ১৮৮ রান পর্যন্ত যায় ভৈরহাওয়া। শেষ ৭ ওভারেই তারা তুলেছে ৯৩ রান।
রান তাড়ায় প্রথম ভাগে ভৈরহাওয়ার চেয়ে বেশ এগিয়েই ছিল কাঠমান্ডু। প্রথম ১৩ ওভারে ভৈরহাওয়ার ৯৫ রানের বিপরীতে তারা তোলে ৩ উইকেট হারিয়ে ১১০ রান। তবে শেষ দিকে ভেসাকারের মতো করে ঝড় তুলতে পারেননি কেউ।
ওপেনিংয়ে নামা শ্রীলঙ্কার আশান প্রিয়ঞ্জন ৪৮ বলে করেন ৬৮ রান। এরপর পাঁচে নামা জনক প্রকাশ ১৪ বলে ২৮ রানের ইনিংস খেললেও তাঁকে সেভাবে সহায়তা করতে পারেননি কেউ। শেষ দিকে দিনেশ অধিকারীর ৯ বলে ১৫ রানের ক্যামিও-ও যথেষ্ট হয়নি তাদের জন্য। ২০ ওভার শেষে ১৭২ রানেই থেমেছে কাঠমান্ডু।