অকল্যান্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির।
অকল্যান্ডে আজ মাঠে সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির। দ্বিতীয় ওয়ানডেতে দল হারায় হারতে হয়েছে সিরিজও। ব্যাট হাতেও ভালো ইনিংস খেলতে পারেননি। মাঠে লেগে গিয়েছিল আম্পায়ারের সঙ্গেও।
আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গে ঘটনা দিয়েই শুরু করা যাক। নিউজিল্যান্ডের ইনিংসে তখন ১৭তম ওভার। যুজবেন্দ্র চাহালের বলে সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন হেনরি নিকোলস। সতীর্থ ব্যাটসম্যান মার্টিন গাপটিলের সঙ্গে কথা বলে রিভিউ নেওয়ার আবেদন করেন নিকোলস। কিন্তু ততক্ষণে রিভিউয়ের আবেদনের জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পেরিয়ে গেছে। ব্রুস অক্সেনফোর্ড তবু নিকোলসের রিভিউয়ের আবেদনে সাড়া দেন। ব্যাপারটা মেনে নিতে পারেননি ভারতীয় অধিনায়ক। ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গে যুক্তি-তর্কে জড়িয়ে পড়েন কোহলি। তৃতীয় আম্পায়ার অবশ্য আউট দেন নিকোলসকে।
ব্যাটিংয়ে নেমেও হতাশ হতে হয়েছে কোহলিকে। ১৫ রানে তাঁকে বোল্ড করেন কিউই পেসার টিম সাউদি। ওয়ানডেতে এ নিয়ে টানা তিন ম্যাচে নিজের স্টাম্প আগলে রাখতে ব্যর্থ হলেন কোহলি। কোহলির প্রায় এক যুগের ওয়ানডে ক্যারিয়ারে টানা তিন ম্যাচে বোল্ড হওয়া এই প্রথম। সাউদির অবশ্য খুশিই হওয়ার কথা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি সংখ্যকবার কোহলিকে যে আর কেউ আউট করতে পারেনি!
আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ৯বার কোহলিকে আউট করলেন সাউদি। ৮বার করে আউট করেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও গ্রায়েম সোয়ান। নাথান লায়ন, রবি রামপাল ও অ্যাডাম জাম্পা ৭বার করে তাঁকে আউট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।