নিজেদের 'ভীষণ ভাগ্যবান' বললেন মুশফিক

>

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে আল নুর নামে একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, তৃতীয় টেস্ট খেলা নিয়ে ভাবছে না বাংলাদেশ দল। তাঁরা ‘যত দ্রুত সম্ভব’ নিউজিল্যান্ড ত্যাগ করতে চান। বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ভয়াবহ এই ঘটনায় ভীষণ আতঙ্কিত।

মুশফিকুর রহিমের টুইট। ছবি: টুইটার

তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা কাল থেকে। অনুশীলন শেষে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ওই মসজিদে নামাজ আদায়ে যান ক্রিকেটারেরা। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। সেখান থেকে টিম বাসে করে হোটেলে ফিরে যান খেলোয়াড়েরা।

তামিম ইকবালের টুইট। ছবি: টুইটার

এই সন্ত্রাসী হামলার জেরে তৃতীয় টেস্টের আগেই সফর বাতিল হয়েছে। ঘটনার পর বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল টুইট করেন, ‘বন্দুকধারীদের গুলি থেকে বেঁচে গেছে গোটা দল। ভীতিকর অভিজ্ঞতা, আমাদের জন্য প্রার্থনা করুন।’ মুশফিকুর রহিমের টুইট, ‘আলহামদুলিল্লাহ, ক্রাইস্টচার্চের মসজিদে গুলি থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন...আমরা ভীষণ ভাগ্যবান...আর কখনো এমন কিছু দেখতে চাই না। আমাদের জন্য দোয়া করুন।’

বাংলাদেশ দলের পারফরম্যান্স ও স্ট্রাটেজিক বিশ্লেষক শ্রীনিবাসের টুইট। ছবি: টুইটার

বাংলাদেশ দলের পারফরম্যান্স ও স্ট্রাটেজিক বিশ্লেষক শ্রীনিবাস টুইট করেন, ‘বন্দুকধারীদের গুলি থেকে বেঁচে গিয়েছি! সবাই ভীষণ ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে।’ বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর একজনের (দলের খেলোয়াড়) সঙ্গে কথা বলেছি। সে কিছু না দেখলেও গুলির শব্দ শুনেছে। কোচিং স্টাফ হোটেলে অবস্থান করছে। গুলির শব্দ শুনেই খেলোয়াড়েরা দৌড়ে ফিরে আসে।’

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইট। ছবি: টুইটার

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাংলাদেশের দলের সঙ্গে ‘সার্বক্ষণিক যোগাযোগ’ রাখা হচ্ছে। এক টুইটে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের বিবৃতি, ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমরা হৃদয় নিংড়ানো সমবেদনা জানাচ্ছি। দুই দেশের বোর্ডের যুগ্ম সিদ্ধান্তে হ্যাগলি ওভাল টেস্ট বাতিল করা হয়েছে। দুই দল এখন নিরাপদে।’

দৌড়ে ফেরার পথে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। ছবি: টুইটার

আরও পড়ুন: