১৭ রানে ৩ উইকেট নিয়েছেন বোল্ট
১৭ রানে ৩ উইকেট নিয়েছেন বোল্ট

নিউজিল্যান্ডকে সেমিতে তুলে বোল্টের অপেক্ষা ইংলিশ চ্যালেঞ্জের

বোল্ট তাঁর দ্বিতীয় স্পেল করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে। পঞ্চম উইকেট জুটিতে আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী জাঁকিয়ে বসেছেন। এ দুজন পাত্তা দিচ্ছিলেন না কোনো বোলারকেই। এমন সময়ে বল হাতে নিয়ে নিজের তৃতীয় ওভারে মাত্র ৫ রান দেন বোল্ট। ১৯তম ওভারে এসে তিনি তুলে নেন আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার (৪৮ বলে ৭৩ রান) নজিবউল্লাহ ও করিম জানাতকে। সব মিলিয়ে ১৭ রান দিয়ে তাঁর উইকেট ৩টি।

ভারতকে হারাতে শাহিন শাহ আফ্রিদি হতে চান—এমন ঘোষণা দিয়েই ভারতের বিপক্ষে খেলতে নেমেছিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। সেই ম্যাচে তিনি সফলও হয়েছিলেন। ভারতের বিপক্ষে আফ্রিদি যেমন দুর্দান্ত বোলিং করেছিলেন, বোল্ট ছিলেন তাঁর চেয়েও দারুণ। আজ আফগানিস্তানকে হারিয়ে ভারতকে ছিটকে ফেলে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও বড় ভূমিকা রেখেছেন বোল্ট।

দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে আজ হারালে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে পাকিস্তান। তখন নিউজিল্যান্ড হবে এ গ্রুপের রানার্সআপ। তাহলে সেমিফাইনালে কিউইদের খেলতে হবে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডের বিপক্ষে। আফগানদের হারিয়ে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বোল্ট এখন ইংল্যান্ডের চ্যালেঞ্জ জয়ের জন্য নিজেকে মানসিকভাবে তৈরি করছেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। আমাদের জন্য ম্যাচটি খুব চ্যালেঞ্জিং হবে।’

বল হাতে আগুন ঝরিয়েছেন বোল্ট

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আজ ফিল্ডিংয়ে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক কেইন উইলিয়ামসন প্রথম ওভারে বল তুলে দেন টিম সাউদির হাতে। প্রথম ওভারে তিনি ৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরের ওভারটি করতে আসেন বোল্ট। নিজের প্রথম ওভারে উইকেট পাননি তিনিও। তবে রান দিয়েছেন মাত্র একটি। সাউদি তাঁর দ্বিতীয় ওভার করতে এসে উইকেট নেন দ্বিতীয় বলে। বোল্টই–বা পিছিয়ে থাকবেন কেন!

নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই নিয়েছেন উইকেট। বোল্ট তাঁর দ্বিতীয় স্পেল করতে আসেন ইনিংসের ১৭তম ওভারে। পঞ্চম উইকেট জুটিতে আফগানিস্তানের নজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী জাঁকিয়ে বসেছেন। এ দুজন পাত্তা দিচ্ছিলেন না কোনো বোলারকেই। এমন সময়ে বল হাতে নিয়ে নিজের তৃতীয় ওভারে মাত্র ৫ রান দেন বোল্ট।

১৯তম ওভারে এসে তিনি তুলে নেন আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার (৪৮ বলে ৭৩ রান) নজিবউল্লাহ ও করিম জানাতকে। সব মিলিয়ে ১৭ রান দিয়ে তাঁর উইকেট ৩টি। দুর্দান্ত এ বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে বোল্টেরই হাতে। দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে বোলিং করতে পেরে খুব খুশি বোল্ট, ‘আজ বিকেলে এমন পারফরম্যান্স করতে পারাটা দারুণ ব্যাপার।’