গত বিপিএলে স্থানীয় তারকাদের ওপর বেশি আস্থা রেখেছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। নাসিরকে অধিনায়কত্ব দেওয়া সে কারণেই। এবার অবশ্য নেতৃত্বে বদল আনতে চাইছে তারা। নাসিরের জায়গায় এবার সিলেটের অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার।
গত বিপিএলে সিলেট সিক্সার্সের অধিনায়কত্ব করেছেন নাসির হোসেন। নাসিরের নেতৃত্বে টুর্নামেন্টে সিলেটের শুরুটা ভালো হলেও পরে তারা ছন্দ ধরে রাখতে পারেনি। অসাধারণ শুরুর পরও শেষ চারে উঠতে পারেনি তারা। এবার নেতৃত্বে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী বিপিএলে দলটির অধিনায়ক হচ্ছেন ডেভিড ওয়ার্নার।
গত অক্টোবরে ওয়ার্নারকে নিশ্চিত করার পরও তাঁর কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হবে কি না, এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান তারকা ওপেনারের ওপর আস্থা রাখছে সিলেট। সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ প্রথম আলোকে বলেছেন, ‘এবার বিপিএল এবার ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ডেভিড ওয়ার্নারের মতো একজন খেলোয়াড়কে যখন দলে ভেড়াতে পেরেছি, এখন তাঁর অভিজ্ঞতা ও সামর্থ্য আমরা কাজে লাগাতে চাই। আশা করছি এতে দল ভীষণ উপকৃত হবে। টি-টোয়েন্টিতে ওয়ার্নার ভীষণ কার্যকারী একজন খেলোয়াড়। শুধু অস্ট্রেলিয়া দলে খেলেন বলেই নয়, বিশ্বের বড় বড় টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেমন—সিপিএল-আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তাঁর। আইপিএলে তাঁর অধীনে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৬ সালে। তাকে অধিনায়ক হিসেবে বেছে নিতে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করেছে। বড় খেলোয়াড় বলেই নয়, তাঁর এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে চাইছি।’
বিপিএলে সিলেট দলটা হয়েছে বেশ ভারসাম্যপূর্ণ। স্থানীয় তারকাদের মধ্যে লিটন দাস, নাসির, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, অলক কাপালিরা তো আছেনই। বিদেশি খেলোয়াড়দের তালিকাটাও বেশ সমৃদ্ধ। ওয়ার্নারের সঙ্গে থাকছেন সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরানের মতো টি-টোয়েন্টিতে ভীষণ কার্যকারী খেলোয়াড়। ইয়াসির ওবায়েদ জানালেন, টুর্নামেন্টের পুরোটা সময়েই দলকে নেতৃত্ব দেবেন ওয়ার্নার। ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে সিলেট।
সিলেট সিক্সার্স:
লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবাদত হোসেন, অলক কাপালি, জাকের আলী, মেহেদী হাসান রানা, ডেভিড ওয়ার্নার, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন ও নিকোলাস পুরান।