নারী ওডিআই ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড!

এমিলিয়া কার। ছবি: ফেসবুক থেকে নেওয়া
এমিলিয়া কার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

২১ বছর পর নারীদের ক্রিকেটে দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতকের দেখা মিলল এবং সেটাও বিশ্ব রেকর্ড গড়ে! মাত্র ১৭ বছর ২৪৩ দিন বয়সী কিউই এমিলিয়া কার এই অবিশ্বাস্য কীর্তিটি করলেন! বিশ্ব রেকর্ডের পাশাপাশি তিনি হয়েছেন দেশের হয়ে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও!

২৩২ রানের অনবদ্য ইনিংস খেলেন এমিলিয়া। ছবি: ক্রিকইনফোর সৌজন্যে

আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত ছিলেন এমিলিয়া কার, করেছেন ২৩২ রান (১৪৫ বল)। দুর্দান্ত এই ইনিংসে ছিল ৩১টি চার এবং ২টি ছক্কার মার। শেষ তিন বলে ৪, ৪ ও ৬ মেরে বিশ্ব রেকর্ড ভেঙেছেন। কিউদের দলীয় সংগ্রহ ৫০ ওভারে ৪৪০/৩!

বোলিংটাও ভালো করেন এমিলিয়া। ছবি: ক্রিকইনফোর সৌজন্যে

এই ম্যাচের আগে এমিলিয়ার মোট ওডিআই রানই ছিল ১৭৪!

বল হাতে এই লেগির পারফরমেন্স ৭-১-১৭-৫!

ম্যাচটি নিউজিল্যান্ডের মেয়েরা জিতেছে ৩০৫ রানে।