>মহেন্দ্র সিং ধোনি বকা দিলে কেমন লাগে? জানিয়েছেন ভারতীয় পেসার মোহিত শর্মা
আদর্শ অধিনায়ক বলতে যা বোঝায়, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যেন ঠিক সেটাই। গোটা ক্যারিয়ারে অনেক সতীর্থকেই নিজের নেতৃত্বগুণ দিয়ে মুগ্ধ করেছেন, দলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। দলের খেলোয়াড়দের ওপর তাঁর প্রভাবটাই ছিল অন্য রকম। সেটারই একটা উদাহরণ দিয়েছেন ভারতীয় পেসার মোহিত শর্মা।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনির অধীনেই নজরে এসেছিলেন মোহিত। টানা আট বছর ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার পর এবারই যোগ দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। ৫০ লাখ ভিত্তিমূল্যে তাঁকে চেন্নাই থেকে কিনে এনেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। শুধু চেন্নাইতেই নয়, ভারতের জাতীয় দলেও ধোনির অধীনে বহুদিন খেলেছেন মোহিত। অধিনায়ক ধোনির সঙ্গে তাই বলার মতো অনেক কাহিনি আছে এই তারকার। এর মধ্যে একটি কাহিনি ধোনির কাছে বকা খাওয়ারও!
আর সেই বকাটা মোহিত খেয়েছিলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে গিয়ে, 'ম্যাচটা ছিল হায়দরাবাদের বিপক্ষে। ঈশ্বর পাণ্ডে প্রথম ওভারে বল করল। দ্বিতীয় ওভার বল করতে এলেন আশিস নেহরা। নেহরা বল করার সময় মাহি ভাই (ধোনি) আমার কাছেই দাঁড়িয়ে ছিলেন। আমাকে বললেন, তৃতীয় ওভারে বল করার জন্য প্রস্তুত থাকতে। ওই ওভারেই নেহরা একটা উইকেট নেন। উইকেট উদযাপন করার সময় হুট করে সিদ্ধান্ত বদলে ফেলেন মাহি ভাই। ঈশ্বর পাণ্ডেকে বলেন পরের ওভারে বল করার জন্য।'
ধোনির এই সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টা খেয়াল করেননি মোহিত। আর সেটাই 'কাল' হয়েছিল এই তারকার জন্য, 'নেহরার ওভার যখন শেষ হল, ঈশ্বর গেল বল করার জন্য। আমি তখন ওকে বললাম সে কেন বল করতে এসেছে? মাহি ভাই তো আমাকে বলেছেন বল করার জন্য! আমি আমার ক্যাপ আম্পায়ারকে দিলাম আর বল করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। নিজের বোলিং মার্কেও চলে গেলাম। মনে হয় মাহি ভাই তখন আরেকজনের সঙ্গে কথা বলছিলেন, উনি প্রথমে লক্ষ্য করেননি আমি যে বল করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। বল করার জন্য যেই দৌড় শুরু করেছি, দেখি মাহি ভাই আকাশে হাত তুলে আমার দিকে ইশারা করছেন রাগত দৃষ্টিতে। আমি প্রথমে বুঝিনি, উনি কেন এমন করছেন। এমন তো না যে আমি খারাপ বোলিং করছি বা চার-ছক্কা খেয়েছি। তারপর উনি আমাকে থামিয়ে ঈশ্বরকে বল করতে বললেন।'
কিন্তু এরপর বাধা হয়ে আসেন খোদ আম্পায়ার, 'আম্পায়ার বললেন, যেহেতু আমি বল করা শুরু দিয়েছি, তাই আমাকেই বল করতে হবে। ঈশ্বর বল করতে পারবে না।'
আম্পায়ারের এই সিদ্ধান্তের পরেই ধোনি রেগে যান। রেগে মোহিতকে মুখে কিছু না বললেও যা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তাতেই মোহিতের আত্মা শুকিয়ে গিয়েছিল, 'এখন শুনলে হাস্যকর বলে মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, প্যান্ট ঢিলে হয়ে গিয়েছিল মাহি ভাইয়ের ওই প্রতিক্রিয়া দেখে!'