সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাফেট ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অ্যান্টিগায় আজ শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট
সিরিজের ট্রফি হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাফেট ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অ্যান্টিগায় আজ শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

দেশের বাইরে প্রথম ম্যাচ ও সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাংলাদেশের জয় চারটি। শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই বাংলাদেশ এর চেয়ে বেশি টেস্ট ম্যাচ জিতেছে। দেশের বাইরে বাংলাদেশের ছয়টি টেস্ট জয়ের দুইটিই ক্যারিবিয়ানে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাংলাদেশ একাধিক টেস্ট ম্যাচ জিতেছে শুধু জিম্বাবুয়েতে।দেখে নিন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দ্বৈরথের দলীয় রেকর্ডগুলো—

টেস্টে দেশের বাইরে বাংলাদেশ প্রথম ম্যাচ ও সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজেই। ক্যারিবীয়দের টেস্টে দুবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে এ ছাড়া শুধু জিম্বাবুয়েকেই ধবলধোলাই করতে পেরেছে বাংলাদেশ।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবার ৫০০ রান করেছে বাংলাদেশ, দুবারই মিরপুরে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস ৪১৬, ২০০৪ সালে সেন্ট লুসিয়ায়।

টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ।