>তিনটি ফাইনালে হার, আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে হার—এ ব্যর্থতার বিপরীতে বাংলাদেশ দলের সাফল্যের পাল্লাটাই ভারী ছিল বিদায়ী বছরে। আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি ব্যস্ত বছর কাটাতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৯ সাল বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের জন্য। দেখা নেওয়া যেতে পারে ২০১৯ সালে বাংলাদেশ দলের পুরো সূচি।
২০১৮ সালে ব্যস্ত এক বছর কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট। এ বছরও বাংলাদেশের অপেক্ষায় ব্যস্ত সূচি। বাংলাদেশের সামনে আবারও বড় চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে সামর্থ্যের কঠিন পরীক্ষা দেওয়ার বিষয়টি তো আছেই। এ বছর বাংলাদেশ খেলতে যাবে বিশ্বকাপ।
বছরটা বাংলাদেশ শুরু করবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল দিয়ে। আন্তর্জাতিক ব্যস্ততা শুরু ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পরই বিশ্বকাপ—ভীষণ গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্ট। ফেব্রুয়ারি থেকে জুলাই—টানা ছয় মাস বাংলাদেশকে খেলতে হবে বিদেশের মাঠে। অক্টোবরে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি হোম সিরিজের পর আবার বিদেশে কঠিন পরীক্ষা। ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী, নভেম্বরে ভারত সফর, ডিসেম্বরে তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশের। অর্থাৎ বছরের ৮ মাসই বিদেশে কাটাবে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে নির্দিষ্ট কিছু বলা কঠিন। নানা কারণে হুটহাট পাল্টে যায় সূচি। জানুয়ারিতে বিপিএল, এটাই এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে। আগামী ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) কবে হবে, এখনই বলা কঠিন। গত বছরের বিপিএল যেহেতু এ বছর হতে যাচ্ছে, ২০১৯ সালেই দুটি বিপিএল হবে কি না সেটিও বলার উপায় নেই।
সময় | প্রতিপক্ষ | সিরিজ/টুর্নামেন্ট আয়োজক |
ফেব্রুয়ারি–মার্চ | নিউজিল্যান্ড | ৩ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ |
মে | আয়ারল্যান্ড ও উইন্ডিজ | আয়ারল্যান্ডে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশী সিরিজ |
জুন–জুলাই | ইংল্যান্ড বিশ্বকাপ | ইংল্যান্ড বিশ্বকাপ |
অক্টোবর | অস্ট্রেলিয়া | ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া |
অক্টোবর | আফগানিস্তান | ১ টেস্ট ও ২ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আফগানরা |
নভেম্বর | ভারত | ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে ভারতে যাবে বাংলাদেশ |
ডিসেম্বর | শ্রীলঙ্কা | ৩ ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ |