২০১৯ বিশ্বকাপে এবার কোনো গ্রুপ নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। দেড় মাস লম্বা বিশ্বকাপে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এর মাঝে গ্রুপ পর্বেই হবে ৪৫টি খেলা। লম্বা গ্রুপ পর্বের কারণে এবার নক আউট পর্বের খেলা কম। সরাসরি সেমিফাইনাল ও ফাইনাল—তিন ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আগামী চার বছরের ওয়ানডের বিশ্ব সেরা দলের নাম।
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশের একমাত্র দিবারাত্রির ম্যাচ এটি। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। লর্ডসে প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।
৯ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে হবে এবারের ফাইনাল।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সূচি দেখে নিন:
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৩০ মে ২০১৯ | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
৩১ মে ২০১৯ | পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ | ট্রেন্ট ব্রিজ |
১ জুন ২০১৯ | নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা | কার্ডিফ |
১ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-আফগানিস্তান | ব্রিস্টল(দি/রা) |
২ জুন ২০১৯ | বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা | ওভাল |
৩ জুন ২০১৯ | ইংল্যান্ড-পাকিস্তান | ট্রেন্ট ব্রিজ |
৪ জুন ২০১৯ | আফগানিস্তান-শ্রীলঙ্কা | কার্ডিফ |
৫ জুন ২০১৯ | ভারত-দক্ষিণ আফ্রিকা | সাউদাম্পটন |
৫ জুন ২০১৯ | বাংলাদেশ-নিউজিল্যান্ড | ওভাল(দি/রা) |
৬ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ | ট্রেন্ট ব্রিজ |
৭ জুন ২০১৯ | পাকিস্তান-শ্রীলঙ্কা | ব্রিস্টল |
৮ জুন ২০১৯ | ইংল্যান্ড-বাংলাদেশ | কার্ডিফ |
৮ জুন ২০১৯ | আফগানিস্তান-নিউজিল্যান্ড | টন্টন(দি/রা) |
৯ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-ভারত | ওভাল |
১০ জুন ২০১৯ | দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ | সাউদাম্পটন |
১১ জুন ২০১৯ | বাংলাদেশ-শ্রীলঙ্কা | ব্রিস্টল |
১২ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-পাকিস্তান | টন্টন |
১৩ জুন ২০১৯ | ভারত-নিউজিল্যান্ড | ট্রেন্ট ব্রিজ |
১৪ জুন ২০১৯ | ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | সাউদাম্পটন |
১৫ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা | ওভাল |
১৫ জুন ২০১৯ | আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা | কার্ডিফ(দি/রা) |
১৬ জুন ২০১৯ | ভারত-পাকিস্তান | ওল্ড ট্রাফোর্ড |
১৭ জুন ২০১৯ | বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ | টন্টন |
১৮ জুন ২০১৯ | ইংল্যান্ড-আফগানিস্তান | ওল্ড ট্রাফোর্ড |
১৯ জুন ২০১৯ | নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | এজবাস্টন |
২০ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-বাংলাদেশ | ট্রেন্ট ব্রিজ |
২১ জুন ২০১৯ | ইংল্যান্ড-শ্রীলঙ্কা | হেডিংলি |
২২ জুন ২০১৯ | আফগানিস্তান-ভারত | সাউদাম্পটন |
২২ জুন ২০১৯ | নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ | ওল্ড ট্রাফোর্ড(দি/রা) |
২৩ জুন ২০১৯ | পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা | লর্ডস |
২৪ জুন ২০১৯ | আফগানিস্তান-বাংলাদেশ | সাউদাম্পটন |
২৫ জুন ২০১৯ | ইংল্যান্ড-অস্ট্রেলিয়া | লর্ডস |
২৬ জুন ২০১৯ | নিউজিল্যান্ড-পাকিস্তান | এজবাস্টন |
২৭ জুন ২০১৯ | ভারত-ওয়েস্ট ইন্ডিজ | ওল্ড ট্রাফোর্ড |
২৮ জুন ২০১৯ | দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা | চেস্টার-লি-স্ট্রীট |
২৯ জুন ২০১৯ | আফগানিস্তান-পাকিস্তান | হেডিংলি |
২৯ জুন ২০১৯ | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | লর্ডস(দি/রা) |
৩০ জুন ২০১৯ | ইংল্যান্ড-ভারত | এজবাস্টন |
১ জুলাই ২০১৯ | শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ | চেস্টার-লি-স্ট্রীট |
২ জুলাই ২০১৯ | বাংলাদেশ-ভারত | এজবাস্টন |
৩ জুলাই ২০১৯ | ইংল্যান্ড-নিউজিল্যান্ড | চেস্টার-লি-স্ট্রীট |
৪ জুলাই ২০১৯ | আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ | হেডিংলি |
৫ জুলাই ২০১৯ | বাংলাদেশ-পাকিস্তান | লর্ডস |
৬ জুলাই ২০১৯ | ভারত-শ্রীলঙ্কা | হেডিংলি |
৬ জুলাই ২০১৯ | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | ওল্ড ট্রাফোর্ড(দি/রা) |
| সেমিফাইনাল ১ |
|
৯ জুলাই ২০১৯ | বাছাই ১-বাছাই ৪ | ওল্ড ট্রাফোর্ড |
| সেমিফাইনাল ২ |
|
১১ জুলাই ২০১৯ | বাছাই ২-বাছাই ৩ | এজবাস্টন |
| ফাইনাল |
|
১৪ জুলাই ২০১৯ | সেমি১ বিজয়ী-সেমি২ বিজয়ী | লর্ডস |