দুই ভূমিকায় মিসবাহ, সতর্ক করলেন ভোগলে

মিসবাহর দুই ভূমিকায় চিন্তিত হার্শা ভোগলে। ফাইল ছবি
মিসবাহর দুই ভূমিকায় চিন্তিত হার্শা ভোগলে। ফাইল ছবি
>

পাকিস্তান ক্রিকেট দলে মিসবাহ-উল-হকের দুই ভূমিকা পছন্দ করছেন না ধারাভাষ্যকার হার্শা ভোগলে। টুইটারে তিনি এ ব্যাপারে জানিয়েছেন সতর্কবার্তা।

মিসবাহ-উল-হকের দ্বৈত ভূমিকাটা ঠিক পছন্দ করছেন না বিখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলে। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ও নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে। ভোগলের মতে, এমনটি হলে খেলোয়াড়েরা কোচের সঙ্গে পুরোপুরি সৎ থাকতে পারবে না।

এ ব্যাপারে টুইট করেছেন ভোগলে। তিনি লেখেন, ‘এক ব্যক্তিকে একই সঙ্গে দলের কোচ ও প্রধান নির্বাচক করার ধারণাটা আমি কখনোই পছন্দ করি না। অনেক সময় খেলোয়াড়েরা কোচের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। যদি তারা মনে করে, সমস্যা কোচ জানলে সে দল থেকে বাদ পড়তে পারে, তাহলে তারা কখনোই কোচের সঙ্গে সৎ থাকবে না।’

মিসবাহ-প্রসঙ্গে ভোগলের সেই টুইট। ছবি: টুইটার

ভোগলে মনে করেন, এক ব্যক্তি যদি একই সঙ্গে দলের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেন, তাহলে খেলোয়াড়েরা নিজেদের অনেক সমস্যাই কোচের কাছে গোপন করবেন। এতে যে দলে সমস্যা তৈরি হবে। সেটি বলাই বাহুল্য।

অনেক সময় কোচের কাছে খেলোয়াড়েরা নিজেদের অনেক গোপন সমস্যার কথা তুলে ধরে সমাধান কামনা করেন। কোচ নিজের মতো করে সমস্যার সমাধান বলে দেন। অনেক ইস্যুই আছে, যেগুলো দলের অভ্যন্তরে আলোচনা হয়, কিন্তু নির্বাচকেরা জানেন না। এমন অনেক গোপন সমস্যাই নির্বাচকেরা শৃঙ্খলাপরিপন্থী বিষয় হিসেবে মনে করতে পারেন।