মিরপুরে বৃষ্টি থামাথামির কোনো লক্ষণই নেই!
মিরপুরে বৃষ্টি থামাথামির কোনো লক্ষণই নেই!

ঢাকা টেস্ট

তৃতীয় দিনের খেলা হচ্ছে না

এবং বৃষ্টির পেটে দিন

গতকাল তবু ওভার ছয়েক খেলা হয়েছিল, আজ দুই দলের মাঠেই নামা হলো না। শেষ পর্যন্ত বৃষ্টিতে আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয়েছে। কাল কখন খেলা শুরু হবে, কত ওভার খেলা হবে, বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

খেলা পেছাল আবার

মিরপুরে বৃষ্টি ঝরছে অবিরাম। খেলা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত। খেলোয়াড়েরা এখনও হোটেল থেকে বের হননি। দুপুর ১২টার আগে বের হবেন, এমন কোনো সম্ভাবনাও নেই।

তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে কি?

বৃষ্টির কারণে মাত্র ৩৮ বল পরেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন দুই আম্পায়ার মাইকেল গফ ও শরফুদ্দৌলা। রাতভর বৃষ্টির কারণে আজ তৃতীয় দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাড়ে নয়টা থেকে দিনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির কারণে যথারীতি পিছিয়েছে। ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ আপাতত দুই দলের খেলোয়াড়দের হোটেলেই থাকতে বলেছেন। বেলা দশটায় পরবর্তী আপডেট পাওয়া যাবে।