বিপিএলে টানা দুই ম্যাচে পঞ্চাশ করেছেন তামিম
বিপিএলে টানা দুই ম্যাচে পঞ্চাশ করেছেন তামিম

বিসিবি সভাপতির দাবি

তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলতে চান না তামিম ইকবাল, বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

আজ মিরপুরে সাংবাদিকদের নাজমুল বলেছেন, ‘ওর সঙ্গে আমি কথা বলেছি। বলতে গেলে...ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আস। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে—“আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না”।’

প্রথম দুই ম্যাচে ১২০-এর নিচে স্ট্রাইকরেট ছিল তামিমের

তামিমের ব্যাপারে নাজমুল যোগ করেন, ‘এটা বলার পর আমার মনে হয়েছে, ওকে আর কিছু বলা উচিত নয়। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক নয়।’

২০২০ সালের মার্চের পর থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেননি তামিম। চোটের কারণে গত বছরের জুলাইয়ের পর থেকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেননি এ উদ্বোধনী ব্যাটসম্যান। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়ার ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি এ ব্যাটসম্যান।

গত দেড় বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি তামিম

এর মধ্যে হাঁটুর চোটের কারণে তামিম মাঠের বাইরে ছিলেন প্রায় দুই মাস। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি হাঁটুর চোটের জন্য। দলে নিয়মিত না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজের নাম সরিয়ে নেন তিনি।

হাঁটুর চোট থেকে সুস্থ হয়ে নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি খেলতে যান তামিম। সেখানে গিয়ে আঙুলে চোট পান। সেই চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও খেলতে পারেননি।

তামিম

তামিম মাঠে ফেরেন ৫০ ওভারের বিসিএল দিয়ে। বিপিএলে এবার মাহমুদউল্লাহর মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন তামিম। প্রথম দুই ম্যাচেই করেছেন অর্ধশতক। গতকাল ৪১ বলে ৫০ রান করার পর আজ করেছেন ৪৫ বলে ৫২ রান। তবে জিততে পারেনি তাঁর দল।

তামিমের পারফরম্যান্স নিয়ে নাজমুল বলেছেন, ‘তামিম ভালো খেলছে। ও তো সব সময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিত। ফিফটি হয়ে গেলেই মারমুখী হতে যাচ্ছে, আউটও হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিত, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’