তামিম ইকবাল প্রসঙ্গে মুখ খুলেছেন খালেদ মাহমুদ
তামিম ইকবাল প্রসঙ্গে মুখ খুলেছেন  খালেদ মাহমুদ

তামিমের প্রসঙ্গে মাহমুদ বললেন মনোমালিন্যের কথা

বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার ইচ্ছার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ড সভাপতিকে। গতকাল বোর্ড সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলনে করেই দিয়েছেন সে খবর। বোর্ড প্রধান এ ব্যাপারে তামিমকে জোর করতে চান না। কিন্তু বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, তিন সংস্করণের ক্রিকেটেই বাংলাদেশের সেরা দল দেখতে চান।

এ প্রসঙ্গে দলে মনোমালিন্য ও খেলোয়াড়দের অহংবোধের কথাও বলেছেন খালেদ মাহমুদ।

বিপিএলে টানা দুই ম্যাচে পঞ্চাশ করেছেন তামিম

টিম ডিরেক্টর মাহমুদ চান দেশের ইতিহাসের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান খেলুক তিন সংস্করণেই। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘এটা আমার দায়িত্ব, বাংলাদেশের সেরা দল তিন সংস্করণে খেলুক। এখন সাকিব খেলছে না বা তামিম খেলছে না। আমি জানি যে ওরা এখন তাদের ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে। হয়তো আরও দু-তিন বছর খেলবে। আমি আগামী বছরে মনোযোগ দিতে চাই। যেহেতু এই বছর বাংলাদেশের অনেক খেলা আছে।’

তামিম ইকবাল

এ কারণেই ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক মাহমুদ, ‘এসব কথা ফোনে না বলে সামনাসামনি বললে ভালো হয়। তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সঙ্গে খেলা আছে। খেলা শেষে পারলে কথা বলব; ওর সমস্যাটা আসলে কোথায়।’
তামিমের আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে না চাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকার ইঙ্গিত দিয়েছেন মাহমুদ, ‘মনোমালিন্যের ব্যাপার আছে, ছোটখাটো সমস্যা আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইগো (অহংবোধ) থেকে অনেক সময় এসব হয়ে যায়। অনেক সময় ছোটখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।’ তবে মনোমালিন্য বা অহংবোধের ব্যাপারে মাহমুদ কী বোঝাতে চেয়েছেন, সেটি পরিষ্কার করেননি।

মাঝে বেশ কিছু টেস্ট খেলেননি সাকিব

সাকিবের সঙ্গেও তিন সংস্করণে খেলার ব্যাপারে কথা বলেছেন মাহমুদ। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দুটি টেস্ট থেকে সাকিব বিশ্রাম নিয়েছিলেন। এর আগে গত বছর শ্রীলঙ্কা সফর থেকেও নাম কাটিয়ে নিয়েছিলেন সাকিব। যে কারণে এই অলরাউন্ডারের তিন সংস্করণে খেলার ইচ্ছে নিয়েও প্রশ্ন উঠছে। এ ব্যাপারে মাহমুদের ব্যাখ্যা, ‘আমি সাকিবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি। এই বছর আমরা সবাই সব ফরম্যাটেই ক্রিকেট খেলি না কেন। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক পয়েন্ট আছে, ওয়ানডের অনেক পয়েন্ট আছে। ওদের হাত ধরে আরও ভালো অবস্থানে যেতে চাই আমরা।’