দল জিতলেও ভালো করতে পারেননি তামিম।
দল জিতলেও ভালো করতে পারেননি তামিম।

তামিমদের সহজ জয়

গতকালই ধাক্কা খেয়েছিল প্রাইম ব্যাংক। আবাহনীর কাছে বড় ব্যবধানে হেরেছিল শীর্ষে থাকা দলটি। নিজেদের শীর্ষস্থান ফিরে পেতে খুব বেশি দেরি করেনি দলটি। আজ বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়েছে তামিম ইকবালের দল। বিকেএসপিতে সকালের আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ১৪ রানে হারিয়ে দুইয়ে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাঘর-শাইনপুকুরের ম্যাচে বৃষ্টি–আইনে জিতেছে শাইনপুকুর।

শাইনপুকুরের সর্বোচ্চ স্কোরার সাজ্জেদুল।
ছবি: প্রথম আলো

ওপেনিং জুটি প্রাইম ব্যাংকের ভরসার জায়গা। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন দুই ওপেনার। আজও তাই হলো। তামিম ইকবাল শুরুতে একটু দেখেশুনে খেললেও রনি তালুকদার রান করেছেন দ্রুত। ইনিংসের ৭.৫ ওভারে ২৮ বলে ২৫ রান করে যখন আউট হন তামিম, দলের রান তখন ৫১। এরপর রনি জুটি গড়েন তিনে নামা এনামুল হকের সঙ্গে। ১৪তম ওভারে ৩৯ বলে ৫৪ রান করে আউট হওয়ার আগে ৪৭ রানের জুটি গড়েন রনি।

২০ রানে ৩ উইকেট পেয়েছেন খালেদ।

ডেথ ওভারে এনামুল, মোহাম্মদ মিঠুন, অলক কাপালিরা দ্রুত রান তুলতে ব্যর্থ হলেও ১৪৭ রান প্রাইম ব্যাংকের বোলারদের জন্য যথেষ্ট ছিল। বোলিং আক্রমণে প্রায় প্রত্যেকেই রান কম দিয়েছেন, নিয়েছেন উইকেট। পেসার শরিফুল ইসলাম তাঁর ৪ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন। অভিজ্ঞ স্পিনার মনির হোসেন, অলক কাপালি, নাহিদুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। ইনিংসের শেষ বলে ১২৫ রানে থামে ওল্ড ডিওএইচএসের ইনিংস। ম্যাচসেরা হন প্রাইম ব্যাংকের রনি।

বৃষ্টির কারণে মিরপুরে খেলা থেমেছিল আজ।

বিকেএসপিতে পাশের মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১১৮ রান করেও ১৪ রানে জিতেছে প্রাইম দোলেশ্বর। দোলেশ্বরের দুই মূল পেসার কামরুল ইসলাম ও রেজাউর রহমানের ৮ ওভারে মাত্র ৩২ তুলেছে রূপগঞ্জ। ম্যাচটা এখানেই হেরে বসেছেন সাব্বির রহমানরা। ২০ ওভার ব্যাট করেও ৮ উইকেটে মাত্র ১০৪ রান তুলেছে রূপগঞ্জ। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পেসার কামরুল।

সকালের আরেক ম্যাচে খেলাঘরের বিপক্ষে শাইনপুকুর বৃষ্টি–আইনে জিতেছে ১৫ রানে। মিরপুরে আগে ব্যাট করে শাইনপুকুর ১৫৪ রান তোলে। ৩ চার ও ৩ ছক্কায় ৩৪ বলে ৪৮ রান করেছেন সাজ্জাদুল হক। ৪২ বলে ৪৬ রান করেছেন অধিনায়ক তৌহিদ হৃদয়। কিন্তু বৃষ্টি ও শাইনপুকুরের বোলিংয়ে খেলাঘরের ইনিংস প্রত্যাশিত গতি খুঁজে পায়নি। ইনিংসের ১১তম ওভারে খেলাঘরের রান যখন ৩ উইকেটে ৭৯, তখনই বৃষ্টিতে খেলা থামে। ১৬ ওভারে ১২৬ রানের নতুন লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৫ রানে হেরেছে খেলাঘর।