ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক আবারও অস্থির হয়ে উঠেছে। প্রসঙ্গ অবশ্য নতুন কিছু নয়— কাশ্মীর। কাশ্মীর ইস্যু দুই দেশের সীমান্ত চিরদিনই উত্তপ্ত করেছে। হালে ইস্যুটি নতুন করে মাথাচাড়া দিয়েছে। গোটা পাকিস্তান এখন কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল। প্রধানমন্ত্রী ইমরান খান এ মুহূর্তে রাজনৈতিক ও কূটনৈতিক দিক দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এটিকে। এ নিয়ে সরব শহীদ আফ্রিদির মতো সাবেক ক্রিকেটাররাও। তবে জাভেদ মিয়াঁদাদ এ নিয়ে যা বলেছেন, তাতে তিনি ছাপিয়ে গেছেন আর সবাইকে! তিনি তলোয়ার দিয়ে কাশ্মীরের জন্য লড়তে চাচ্ছেন।
কাশ্মীর নিয়ে আফ্রিদি নিয়মিত টুইট করে যাচ্ছেন। আবার পাল্টা হিসেবে ভারতের গৌতম গম্ভীর বেলুচিস্তানের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তাঁকে। এর মাঝে গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মিয়াঁদাদকে খোলা তলোয়ার নিয়ে হুংকার ছুড়তে দেখা গেছে। ভিডিওতে উত্তোলিত তলোয়ার হাতে নিয়ে মিয়াঁদাদ বলছিলেন, ‘কাশ্মীরের ভাইয়েরা, চিন্তা করবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। আগে আমি ব্যাট দিয়ে ছক্কা মারতাম, এখন এই তলোয়ার ব্যবহার করব। আমি যদি ব্যাট দিয়ে ছক্কা মারতে পারি, তবে তলোয়ার দিয়ে মানুষও মারতে পারব।’
এর আগে তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে কাশ্মীর আওয়ার এ যোগ দিয়েছিলেন। শুক্রবারের সে আন্দোলনে যোগ দেওয়ার আগে টুইটারে অন্যদেরও যোগ দিতে বলেছিলেন, ‘পুরো জাতির উচিত কাশ্মীর আওয়ারের জন্য প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেওয়া। আমি ১২টায় মাজার- ই-কায়েদীতে থাকব। কাশ্মীরের ভাইদের সঙ্গে সহমর্মিতা প্রকাশে আমার সঙ্গী হোন। আগামী ৬ সেপ্টেম্বর এক শহীদের বাড়িতে যাব আমি। আমি খুব দ্রুত এলওসি (ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা) ঘুরে আসব।’
এসব কাজে আফ্রিদি আরও জনপ্রিয় হয়ে উঠছেন। তলোয়ার হাতে নিয়ে মিয়াঁদাদ এখন তাঁকে পেছনে ফেলতে চাচ্ছেন?