>
এবারের ২০১৯ বিশ্বকাপে ৫ বার ব্যাট হাতে নেমেছে বাংলাদেশ। তিনবারই পেরিয়েছে তিন শ! আরেকটি স্কোর ছিল তিন শ ছুঁই ছুঁই। বাংলাদেশের ব্যাটিংয়ের ধারাবাহিকতার ছবি দেখে মুগ্ধ হয়ে আজ তো ধারাভাষ্যকার হার্শা ভোগলে জানতেই চাইলেন, ‘এটাই বাংলাদেশের সেরা ওয়ানডে দল কি না।’ আজকের ম্যাচে বাংলাদেশ হেরেছে। তবু ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়েছে।
বাংলাদেশের তিন শ পেরোনো যত স্কোর
স্কোর | প্রতিপক্ষ | মাঠ | সাল |
৩৩৩/৮ | অস্ট্রেলিয়া | ট্রেন্টব্রিজ | ২০১৯ |
৩৩০/৬ | দ. আফ্রিকা | ওভাল | ২০১৯ |
৩২৯/৬ | পাকিস্তান | ঢাকা | ২০১৫ |
৩২৬/৩ | পাকিস্তান | ঢাকা | ২০১৪ |
৩২৪/৫ | শ্রীলঙ্কা | ডাম্বুলা | ২০১৭ |
৩২২/৪ | স্কটল্যান্ড | নেলসন | ২০১৫ |
৩২২/৩ | উইন্ডিজ | টটন্টন | ২০১৯ |
৩২০/৮ | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০০৯ |
৩২০/৭ | শ্রীলঙ্কা | ঢাকা | ২০১৮ |
৩১৩/৬ | জিম্বাবুয়ে | বুলাওয়ে | ২০০৯ |
৩০৯/৬ | নিউজিল্যান্ড | ফতুল্লা | ২০১৩ |
৩০৭ | ভারত | ঢাকা | ২০১৫ |
৩০৫/৬ | ইংল্যান্ড | ওভাল | ২০১৭ |
৩০১/৭ | কেনিয়া | বগুড়া | ২০০৬ |
৩০১/৬ | উইন্ডিজ | সেন্ট কিটস | ২০১৮ |
৩০০/৮ | ইউএই | লাহোর | ২০০৮ |