পাকিস্তানের জার্সিতে দুই ভাই একই সঙ্গে খেলেছেন। কখনো হয়তো মাঠের মধ্যে ভুল করলে ছোট ভাই উমর আকমলকে শুধরে দিয়েছেন বড় ভাই কামরান আকমল। কিন্তু বড় ভাইয়ের কথা কি আর সব সময় শুনেছেন উমর আকমল? শুনলে হয়তো এমন শাস্তি পেতে হতো না তাকে।
কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড উমর আকমলকে সব রকমের ক্রিকেট থেকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। ভাইয়ের এমন শাস্তি মানতে পারেননি পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান কামরান। এই দুঃসময়ে তাকে দিলেন একগাদা উপদেশ। দিলেন মাঠে ও মাঠের বাইরে আচরণ শেখারও পরামর্শ।
বিশেষ করে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিদের থেকে ভালো কিছু শেখার পরামর্শ দিয়েছেন কামরান, 'আমার পরামর্শ হচ্ছে তাকে এখনও অনেক কিছু শিখতে হবে। যদি সে ভুল করে তাহলে তাকে অবশ্যই অন্যদের কাছ থেকে শিখতে হবে। সে এখনও বয়সে অনেক তরুণ। জীবনে অনেক রকম ঝামেলা আসতে পারে।'
ক্যারিয়ারের শুরুর দিকের বিরাট কোহলি যে পরে অনেক বদলে গেছেন, সেই উদাহরণ টেনে কামরান বলেন, ‘ওর অবশ্যই বিরাট কোহলির মতো ক্রিকেটারের কাছ থেকে শেখা উচিত। ক্যারিয়ারের শুরুতে আইপিএলে কোহলিকে একরকম দেখেছি, পরে সে তার আচরণ ও মানসিকতায় বদল এনেছে। দেখো সে কিভাবে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হয়েছে।’
ক্যারিয়ারে কিভাবে বিতর্ক এড়িয়ে থাকা যায় তার চমৎকার উদাহরণ শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি। শুধু দুই ভারতীয়ই নয়, নিজের সতীর্থ বাবর আজমের কাছ থেকেও উমরকে শিখতে বললেন কামরান, ‘আমাদেরই বাবর আজম এখন বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের একজন। ধোনিকে দেখো, ও কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। শচীন ভাই সব সময়ই তো বিতর্কের ওপরে ছিল। এরা তো সবাই আমাদের জন্য দুর্দান্ত উদহারণ। তাঁদের সব কিছু খুঁটে খুঁটে দেখা উচিত এবং তাঁদের কাছ থেকে শেখা উচিত। তাঁরা শুধু খেলা নিয়েই থেকেছেন। মাঠের বাইরেও ভক্তদের সঙ্গে তাঁদের আচরণ অসাধারণ। তাঁরা খেলাটার দারুণ শুভেচ্ছাদূত। আমরা কেবল তাঁদের থেকে ভালোটাই নিতে পারি।’
ছোট ভাইয়ের তিন বছরের নিষেধাজ্ঞা একটু বেশিই মনে হয়েছে কামরানের, ‘গণমাধ্যমে যেসব খবর এসেছে, আদৌ তেমন না উমর। সে হয়তো পিসিবিকে একটু দেরি করে প্রতিবেদনটা দিয়েছে। ক্রিকেট আমাদের রুটি-রুজি।’