>বিপিএলে এবার ডিআরএস নিয়ে আলোচনা হচ্ছে বেশ। ডিআরএস আছে অথচ ‘আল্ট্রাএজ’ বা ‘স্নিকোমিটার’ নেই! কেন নেই, জানা গেল আসল কারণটা।
বিপিএলের শুরুতেই এবার খেলোয়াড়দের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় দুটি বিষয়—মিরপুরের উইকেট আর ডিসিশান রিভিউ সিস্টেম বা ডিআরএস। মিরপুরের উইকেটে লো স্কোর নতুন কিছু নয়! নতুন যেটা, ডিআরএস। বিপিএলে প্রথমবারের মতো সংযোজন হওয়া ডিআরএস নিয়ে ভালোই নাটক হচ্ছে প্রায় প্রতি ম্যাচে!
সঠিক সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হয় ডিআরএস। অথচ বিপিএলের ডিআরএস রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। ডিআরএস আছে অথচ ‘আল্ট্রাএজ’ বা ‘স্নিকোমিটার’ নেই। হটস্পট না হয় বাদ দেওয়া গেল। কেউ কেউ রসিকতা করে বলছেন, এ যেন চিকিৎসক ছাড়া হাসপাতাল! থার্ড আম্পায়ারকে কট বিহাইন্ড কিংবা এলবিডব্লুর সিদ্ধান্ত নিতে হচ্ছে স্লো মোশন আর শব্দ শুনে! আজ প্রথম ম্যাচে সিলেটের তৌহিদ হৃদয়ের এলবিডব্লু ও কুমিল্লার স্টিভ স্মিথের আউটটি দেওয়া হয়েছে এভাবেই।
স্মিথ যেভাবে আউট হয়েছেন, কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেটি নিয়ে কিছু বলতে না চাইলেও তাঁর কথায় বোঝা গেল ডিআরএসে ব্যবহৃত সব প্রযুক্তি কেন নেই, ‘এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো বা আল্ট্রাএজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তারা আনেনি। এটা নিয়ে আমাদের সঙ্গে আগেই কথা হয়েছে। আমাদের কিছু বলার নেই।’ কী কথা হয়েছিল সেটিও বললেন সালাউদ্দিন, ‘তখন আমরা বলেছিলাম, যেটা নিয়ে এখন ডিআরএস চলছে, খুব একটা যে লাভ হচ্ছে তা কিন্তু না। শুধু লেগ বিফরে হয়তো ঠিক সিদ্ধান্তটা আসছে, বাকিগুলোয় সন্দেহ থেকেই যাচ্ছে।’
বিসিবি সূত্রে জানা গেল, সালাউদ্দিন ভুল বলেননি, আল্ট্রাএজ বা স্নিকো না থাকার কারণ আসলে টাকা। ডিআরএসে ব্যবহৃত প্রযুক্তি যেমন, হক-আই, আল্ট্রাএজ, হট স্পট, অডিও—সব যদি এক সঙ্গে ব্যবহার করতে চান ম্যাচ প্রতি খরচ আসবে প্রায় ১০ হাজার ডলার বা সাড়ে আট লাখ টাকা। পুরো বিপিএলে ৪৬ ম্যাচে খরচ প্রায় ৪ কোটি টাকা। আল্ট্রা এজের মতো ব্যয়বহুল প্রযুক্তি ব্যবহার না করলে খরচটা নেমে আসে অর্ধেকে।
ডিআরএস না থাকা প্রসঙ্গে আজ সকালে বিপিএল টেকনিক্যাল কমিটি ও বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘আমরা ওদের (সম্প্রচার কর্তৃপক্ষ) বলেছি। ওরা বলেছে স্লো মোশন ব্যবহার করে দেখছে। সেটি দিয়ে যদি কাভার না করে তবে তারা আল্ট্রা এজের ব্যবস্থা করবে।’
ডিআরএস নিয়ে যে আলোচনা-সমালোচনা বিসিবি হয়তো দ্রুতই আল্ট্রা এজ যোগ করার উদ্যোগ নেবে। কিন্তু উচিত ছিল এটা শুরু থেকেই থাকা। কুমিল্লা কোচ সালাউদ্দিন তাই বললেন, 'এখন যে সময় এসেছে, এগুলো আমাদের অবশ্যই থাকা উচিত। আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, এগুলো থাকাই উচিত।'