>
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হিসেবে খুব কমই টস জিতেছেন টিম পেইন। আজ মুদ্রা নিক্ষেপের এই ভাগ্য পরীক্ষায় পেইন টস জিতলেন বিশেষ কায়দায়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৮৪ রান তুলেছে অস্ট্রেলিয়া
সৌভাগ্যের পরশ পেতে মানুষ কত কিছু করে! স্টিভ ওয়াহ তো পকেটে লাল রুমাল নিয়ে টেস্ট খেলেছেন। বিরাট কোহলি যে গ্লাভস পরে রান পান তা সহজে পাল্টান না। সাকিব আল হাসানের যেমন ‘৭৫’ সংখ্যার প্রতি দুর্বলতা—জার্সি নম্বরও তা-ই। শচীন টেন্ডুলকার বাঁ পায়ের প্যাড আগে পরতেন। যে ব্যাট দিয়ে রান পেতেন তা বাধ্য না হলে পাল্টাতেন না। টিম পেইনের এমন কোনো বিশ্বাস আছে কি না, জানা যায়নি। মুদ্রা নিক্ষেপে সৌভাগ্যের পরশ পেতে তিনি আজ মন্ত্রপূত হয়ে মাঠে নেমেছিলেন? নইলে টস জিতলেন কীভাবে!
ক্যানবেরার মানুকা ওভালে আজ দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টস হওয়ার পরপরই মজার কাণ্ড ঘটতে শুরু করল সামাজিক যোগাযোগমাধ্যমে। দু-একটি সংবাদমাধ্যম ছাড়াও প্রচুর ক্রিকেটপ্রেমী দিলেন ব্রেকিং—টস জিতেছেন পেইন! এবার নিশ্চয়ই ধরতে পেরেছেন। ক্রিকেট মাঠে মুদ্রা নিক্ষেপের ভাগ্যপরীক্ষায় পেইনের জয় যেন হ্যালির ধূমকেতুর মতোই বিরল! আজ সেই বিরল কাণ্ড ঘটার পর টুইটারে তাই প্রশ্ন উঠতে শুরু করেছিল, পেইন টস জিতলেন কীভাবে?
টিভিতে দুই দলের টস দেখে থাকলে দুটি ব্যাপারে খটকা লাগার কথা। অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন আজ মুদ্রা নিক্ষেপ করেছেন বাঁ হাত দিয়ে। হয়তো ডান হাতে মুদ্রা নিক্ষেপ করে করে জয়-বন্ধ্যা হয়ে পড়েছিলেন! আরও অবাক করা কাণ্ড ঘটেছে পেইনের মুদ্রা নিক্ষেপের পর। সাধারণত আঙুলের টোকায় মুদ্রা বাতাসে ছুড়ে মারলে তা চরকির মতো পাক খেতে খেতে মাটিতে পড়ে। টস শুরুর পর থেকে সাদা চোখে এমনটাই দেখে আসছে সবাই। কিন্তু পেইন আজ মুদ্রা নিক্ষেপ করেছেন ‘ফ্রিসবি’ (খেলার একধরনের চাকতি) ছুড়ে মারার ভঙ্গিতে। মুদ্রাটি বাতাসে ভাসতে থাকতে কোনো রকম পাক খায়নি। যেমন ছিল, ঠিক সেভাবেই মাটিতে পড়ে খানিকক্ষণ এদিক-সেদিক করে পেইনের মুখে হাসি এনে দিয়েছে। হ্যাঁ, পেইন টস জিতেছেন।
আর জিতেই হাসি আটকাতে পারেননি অস্ট্রেলিয়ান অধিনায়ক। মাঠের কোনায় দাঁড়িয়ে থাকা সতীর্থদের উদ্দেশে হাত নেড়ে পেইন বুঝিয়েও দেন অনুশীলনে কাজ হয়েছে। কিসের অনুশীলন? টস জয়ের পর সে কথাই খুলে বললেন পেইন, ‘বিশ্বাসই করতে পারছি না (টস জয়)। এবার বাঁ হাতে করেছি। কাল রাতে সতীর্থদের নিয়ে অনুশীলন (টস) করেছি ড্রেসিং রুমে। শুরুটা তাহলে ভালোই হলো।’
প্রশ্ন উঠতে পারে, পেইনের টস জয় নিয়ে এত কথা কেন হচ্ছে? পরিসংখ্যান জানাচ্ছে, এই টেস্টে মাঠে নামার আগে আট টেস্টে পেইন মাত্র একবারই মুদ্রা নিক্ষেপে জিতেছেন। টেস্ট ইতিহাসে যে ১৭৩ জন অধিনায়ক আছেন, তাঁদের মধ্যে ন্যূনতম ৮ টেস্ট হিসেবে আনলে টস জেতায় পেইন ছিলেন তলানিতে। আজ জিতে হয়তো দু-এক ধাপ ওপরে উঠলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। টেস্টে ৬০ ম্যাচে টস জিতে শীর্ষে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। আবার টেস্টে সর্বোচ্চসংখ্যক ম্যাচে টস হারের রেকর্ডও স্মিথের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ৪৬ ম্যাচে টস জিতে দুইয়ে। পেইন আপাতত টেস্ট অধিনায়ক হিসেবে ৯ ম্যাচের ক্যারিয়ারে দুবার টস জিতলেন। আজ এবং গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে পার্থ টেস্টে।
পার্থের সেই টেস্টে টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পেইন। ম্যাচটা ১৪৬ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। আজ টস জিতে পেইন কি সিদ্ধান্ত নেবেন তা মোটামুটি সবাই টের পেয়েছিলেন। কী আবার, ব্যাটিং। এর আগে একবার জিতে ব্যাটিং নিয়ে ম্যাচ জিতেছিলেন, আজও জিতে তাহলে আগে ব্যাটিং কেন নয়—ক্রিকেটীয় হিসাব-নিকাশ আর উইকেটের চরিত্র একপাশে সরিয়ে কুসংস্কারবাদীরা এমনটি ভাবলে মোটেও দোষ দেওয়া যায় না।
অবশ্য পেইনের সিদ্ধান্তকে প্রথম দিনেই যৌক্তিক প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। জোড়া সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৮৪। ১৭২ রানে অপরাজিত জো বার্নস। ১৬১ রান করে আউট হন ট্রাভিস হেড।
বিশেষ কায়দায় টিম পেইনের টস করার ভিডিও লিংক: