সিরিজের ট্রফি নিয়ে দুই অধিনায়ক
সিরিজের ট্রফি নিয়ে দুই অধিনায়ক

প্রথম টেস্ট

বাংলাদেশের আঘাত সামলে নিউজিল্যান্ডের অর্ধশতক

নতুন বছরের প্রথম দিনে সূর্যের আলো ফোটার আগেই বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের ঘুম থেকে জাগিয়ে তুলছে টেস্ট ক্রিকেট। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ।

নামছে কঠিন এক চ্যালেঞ্জ সামনে নিয়েই। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে যে ৯টি টেস্ট খেলেছে বাংলাদেশ, হেরেছে তার প্রতিটিতেই। এবার ব্যতিক্রম কিছু হবে কি না, সময় বলবে।

ব্যতিক্রম কিছুর স্বপ্ন নিয়েই মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে এরই মধ্যে নেমে গেছে বাংলাদেশ দল। ব্যাট-বলের লড়াই এখনো শুরু হয়নি, তবে টস হয়ে গেছে। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

শরীফুল ইসলামের শুরুতেই উইকেট পেয়েছেন
ফাইল ছবি: প্রথম আলো

এরই মধ্যে ব্যাটিংয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। তাসকিন আহমেদের প্রথম ওভারে এসেছে ১ রান, শরীফুল ইসলামের পরের ওভারে কোনো রান আসেনি।

তবে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারেই আঘাত হেনেছেন শরীফুল। তাঁর বলে টম ল্যাথামের ক্যাচ দারুণভাবে ঝাঁপিয়ে নিয়েছেন উইকেটকিপার লিটন দাস। ১ রানেই প্রথম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

তবে সেই আঘাত সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময়ে ১ উইকেটে ৬৫ রান হয়ে গেছে কিউইদের। উদ্বোধনী ব্যাটসম্যান উইল ইয়াং অপরাজিত ২৭ রানে, তিনে নামা ডেভন কনওয়ের রান হয়ে গেছে ৩৬।

বাংলাদেশ একাদশ:

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

টম ল্যাথাম, উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।